চলন্ত ট্রেনেই নমাজ পড়তে বসে গেলেন চার মুসলিম ব্যক্তি। কোচের মধ্যে সরু জায়গায়, যেখান দিয়ে যাত্রীরা যাতায়াত করেন, সেই পথ আটকে নমাজ শুরু করেন তাঁরা। দুদিকে ঠায় দাঁড়িয়ে যাত্রীরা। সত্যাগ্রহ এক্সপ্রেসের এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
চার মুসলিম ব্যক্তি যাতায়াতের পথ আটকে কোন আক্কেলে নমাজ পড়তে বসলেন, সেই প্রশ্ন তুলেছেন কামরার বাকি যাত্রীরা। কিন্তু তাঁদের কোনও ভ্রুক্ষেপ নেই। উল্টে অন্য দুজন ব্যক্তি যাতায়াতের পথের দু-প্রান্ত আটকে রেখেছিলেন বলেও অভিযোগ।
সত্যাগ্রহ এক্সপ্রেসের স্লিপার কোচের মধ্যে নমাজ পড়ার এই ঘটনায় রেলের কাছে অভিযোগ দায়ের করেছেন প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা দীপলাল ভারতী। পাবলিক প্লেসে পথ আটকে এরকম ভাবে নমাজ কেন পড়া হবে, এই প্রশ্ন তুলেছেন তিনি। এ বিষয়ে ভারতীয় রেলের কাছে অভিযোগও দায়ের করেছেন তিনি। যাত্রীদের অসুবিধা করে নমাজ পড়ার বিরুদ্ধে পদক্ষেপের আর্জি জানান তিনি।
এবারই প্রথম নয়। কখনও রাস্তা আটকে, কখনও শপিং মলে, যত্রতত্র নমাজ পড়ার অভিযোগ বারবার উঠেছে। এই নিয়ে একাধিক অভিযোগও দায়ের হয়েছে। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। এবার ট্রেনের মধ্যে যাতায়াতের রাস্তা আটকে নমাজ পড়ার অভিযোগ উঠল। বিজেপি নেতা অভিযোগ জানালেও রেল এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ।