লোকসভায় বোমা হামলায় অভিযুক্তদের সঙ্গে বাম ছাত্র সংগঠন এসএফআই ও অন্যান্য বামপন্থী সংগঠন যুক্ত রয়েছে বলে দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এমনটাই দাবি করেছেন।
তাঁর দাবি, দেশে গণতান্ত্রিকভাবে বামপন্থীদের শক্তি শূন্যে পরিণত হয়েছে। তাই এভাবে নিজেদের প্রচারে আনার চেষ্টা চালাচ্ছে তারা। সুকান্ত মজুমদার বলেন, বুধবারের ঘটনায় যারা যুক্ত তাদের সঙ্গে এসএফআই এবং বামপন্থীদের যোগাযোগ রয়েছে। তাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে ফিদেল কাস্ত্রোর থেকে চে গুয়েভারার রমরমা। বামপন্থী শক্তিরা গণতান্ত্রিকভাবে প্রায় শূন্যে পরিণত হয়েছে, তাই এভাবে তারা প্রচারে আসার চেষ্টা করছে।
বুধবারের ঘটনার পর নয়া সংসদ ভবনের নিরাপত্তা নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি বলেন, বিরোধীদের কাছে কোনো ইস্যু নেই, তাই এই সব নন ইস্যুকে ইস্যু করে রাজনীতি করার চেষ্টা করছেন।
সুকান্ত মজুমদার বলেন, “তিনটি কম বয়সী ছেলে। কথায় বলে এই বয়সে যদি তাদের বামপন্থা ভালো না লাগে তাহলে হৃদয় বলে কিছু নেই। আর ৩০ বছর হয়ে গেলে যদি আপনার বামপন্থা ভালো লাগে তাহলে আপনার মাথা বলে কিছু নেই। বাচ্চা ছেলে- মেয়ে এরা বিভ্রান্ত হয়েছে। চে গুয়েভারা, ফিদেল কাস্ত্রো হবার স্বপ্ন দেখেছে।” তিনি জানান, তাদের বিরুদ্ধে ইউএপিএ ধারা দেওয়া হয়েছে।