শুভেন্দু অধিকারীর বিজেপি-তে যোগদানের জল্পনার মধ্যেই পূর্ব মেদিনীপুরের তৃণমূলে ভাঙন ধরালো বিজেপি (BJP)। নন্দীগ্রামের (Nandigram) এক পঞ্চায়েতের প্রধান-উপ প্রধান সহ আট জন সদস্য যোগ দিলেন বিজেপিতে। বিজেপিতে যোগদান করলেন নন্দীগ্রাম-২ নং ব্লকের তৃণমূল (TMC) নেতা তথা বয়াল-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পবিত্র কর। বয়াল-১ নম্বর গ্রাম পঞ্চায়েত বিজেপির হাতে চলে গেল। শুক্রবার কলকাতার হেস্টিংসে বিজেপির রাজ্য দপ্তরে বিজেপির রাজ্য সভাপতি সাংসদ দিলীপ ঘোষের হাত থেকে পতাকা তুলে নেন তাঁরা। সঙ্গে পঞ্চায়েতের উপ প্রধান সহ আরও ৮ জন সদস্য এদিন বিজেপিতে যোগদান করলেন। পূর্ব মেদিনীপুর জেলার ২২৩টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে এই প্রথম কোনও পঞ্চায়েত দখল করলো বিজেপি।
উল্লেখ্য, বয়াল-১ পঞ্চায়েতের ১০টি আসনের মধ্যে ২ জন সদস্য বাদে প্রধান ও উপ প্রধান বিশ্বজিৎ ভুঁইয়া সহ তৃনমূলের প্রতীকে জেতা ৮ জন সদস্য বিজেপিতে যোগ দান করেছেন। এদিনই পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম-১ ও ২ নম্বর ব্লকের প্রায় ১৭টি পঞ্চায়েতের বহু তৃনমূল নেতৃত্ব এক সঙ্গে বিজেপিতে যোগদান করলেন। তাদের নেতৃত্বে যোগদান প্রায় ৫০০ তৃণমূল কর্মী সমর্থকের। দল বদলের কারণ প্রসঙ্গে বয়াল-১ পঞ্চায়েতের প্রধান পবিত্র কর জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এখন সরকারের মত কাজ করছে না । তৃণমূল এখন সাম্প্রদায়িক শক্তির হাতে চলে গেছে। তাই বাংলার উন্নয়ন ও সম্প্রীতি বজায় রাখতে এবং বিদেশী শক্তির চক্রান্ত ব্যর্থ করতেই তাঁরা বিজেপি-তে যোগ দিলেন।