পাকিস্তানের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ হলেন গ্রেফতার। পাকিস্তান প্রশাসন সূত্রে জানা গেছে পাকিস্তান পুলিশ তাঁকে পাকিস্তানের ইসলামাবাদ থেকে গ্রেফতার করেছে। পুলিশ একইসঙ্গে তাঁর ভাইপো শেখ রশিদ শফিফকেও গ্রেফতার করেছে বলেছে খবর। এখানেই আবার শেখ রশিদের দাবি, পুলিশ তাঁকে ইসলামাবাদ থেকে নয় রাওয়ালপিন্ডতে অবস্থিত তাঁর বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করেছে।
শেখ রশিদ একসময় পাকিস্তানে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। এমনকি, তিনি আওয়ামী মুসলিম লিগের প্রধান রশিদ প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বিশ্বাসজনক ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন। তাঁরই সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলে শেখ রশিদ। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি পাকিস্তানের পূর্ব রাষ্ট্রপতি ও পিপিপি নেতা আসিফ আলি জারদারিকে হত্যা করার ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত রয়েছেন। অভিযোগটি পাকিস্তানের আপবারা পুলিস থানায় দায়ের করেছেন পিপিপি নেতা রাজা ইনায়েৎ।
ইস্যুটিকে কেন্দ্র করে পাল্টা অভিযোগ করেন শেখ রশিদ। তাঁর অভিযোগ, বেআইনিভাবে ও দুর্নীতিপরায়ণভাবে আসিফ আলি জারদারি টাকা আয় করে সেই টাকা সন্ত্রাসবাদী কার্যকলাপে খরচ করে। তিনি আরও অভিযোগ করেন যে, ইমরান খানকে হত্যা করার জন্য জারদারি ওই ধরণের সংগঠনকে ব্যবহারও করেছিলেন।