ভারত ও বাংলাদেশের আত্মিক সম্পর্কের তীর্থক্ষেত্র ওড়াকান্দি : মোদী

শ্রী হরিচাঁদ ঠাকুরের শিক্ষা মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে, দলিত-পিছিয়ে পড়া মানুষকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে গুরুচাঁদ ঠাকুরের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। গুরুচাঁদ ঠাকুর আমাদের ‘ভক্তি, ক্রিয়া ও জ্ঞান’-এর সূত্র দিয়েছিলেন। ভারত এবং বাংলাদেশের আত্মিক সম্পর্কের তীর্থক্ষেত্র ওড়াকান্দি। শনিবার বাংলাদেশের ওড়াকান্দিতে এই মন্তব্য করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মতুয়া সম্প্রদায়ের মন্দির পরিদর্শন ও প্রার্থনা করতে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ঠাকুরবাড়িতে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সাড়ে বারোটা নাগাদ মতুয়া সম্প্রদায়ের মন্দির পরিদর্শন করেন মোদী। ওড়াকান্দিতে হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পূজার্চনা করেন তিনি। পরে ওড়াকান্দিতে মতুয়া সম্প্রদায়ের সামনে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী বলেছেন, “কয়েক বছর ধরে এই সুযোগের অপেক্ষায় ছিলাম আমি, ২০১৫ সালে বাংলাদেশ সফরের সময়, ওড়াকান্দিতে আসার ইচ্ছাপ্রকাশ করেছিলাম আমি। সেই ইচ্ছা আজ সত্যি হল। হরিচাঁদ ঠাকুরের কৃপায় ওড়াকান্দি ঠাকুরবাড়ির এই পুণ্যভূমিতে আসার সৌভাগ্য হয়েছে আমার। শ্রী হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরকে আমার প্রণাম।”মোদী বলেন, “পশ্চিমবঙ্গের ঠাকুরনগরে আমি যখন গিয়েছিলাম, তখন সেখানকার মতুয়া ভাই-বোনেরা আমাকে পরিবারের সদস্যদের মতো ভালোবেসে ছিলেন। বিশেষভাবে বড় মা, মায়ের মতো তাঁর আশীর্বাদ পাওয়া আমার জীবনে বিশেষ মুহূর্ত ছিল।” ওড়াকান্দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “ওড়াকান্দিতে ভারত সরকার মেয়েদের মিডিল স্কুলকে আপগ্রেড করবে এবং ভারত সরকারের দ্বারা একটি প্রাইমারি স্কুল তৈরি করা হবে। এভাবে ভারতের কোটি কোটি মানুষের পক্ষ থেকে হরিচাঁদ ঠাকুরকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে।” করোনা-পরিস্থিতির কথা উল্লেখ করে মোদী বলেছেন, “করোনা মহামারীর সময়, ভারত ও বাংলাদেশ নিজেদের ক্ষমতার প্রমাণ দিয়েছে। বর্তমানে উভয় দেশ এই মহামারীর বিরুদ্ধে একসঙ্গে দৃঢ়তার সঙ্গে লড়াই করছে। নিজেদের কর্তব্য হিসেবেই মেড ইন ইন্ডিয়া ভ্যাকসিন বাংলাদেশের নাগরিকদের জন্য পাঠিয়েছে ভারত। নিজস্ব অগ্রগতির মাধ্যমে বিশ্বের অগ্রগতি দেখতে চায় ভারত ও বাংলাদেশ। উভয় দেশই বিশ্বে স্থিতিশীলতা, ভালোবাসা এবং শান্তি দেখতে চায়।”এদিন পশ্চিমবঙ্গের বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরেরও ভূয়সী প্রশংসা করেন মোদী। জানান, শান্তনু তাঁর থেকে বয়সে ছোটো হলেও বনগাঁর সাংসদের থেকে অনেক কিছু শিখতে পারেন। কারণ শান্তনু শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ভাবাদর্শে অনুপ্রাণিত। মোদী বলেন, ‘এটা ভারত এবং বাংলাদেশের আত্মিক সম্পর্কের তীর্থক্ষেত্র।’ সঙ্গে মোদী আশ্বাস দেন, ওড়াকান্দিতে প্রাথমিক স্কুল তৈরি করবে ভারত সরকার। সেইসঙ্গে ওড়াকান্দিতে যে ভারতীয়রা আসেন, তাঁদের আরও সাহায্য করবে কেন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.