বাংলাদেশে ফের হিন্দু নির্যাতন। রাতের অন্ধকারে আগুন লাগিয়ে দেওয়া হয় কক্সবাজারের হিন্দু পাড়ায়। আগুনে পুড়ে ছাই হয়ে গেল ২০টা বাড়ি। সব হারিয়ে খোলা আকাশের নীচে আশ্রয় নিয়েছেন ওই হিন্দু পরিবারগুলি। ঘটনাটি ঘটেছে ইদের দিন। কে বা কারা কেন আগুন লাগাল জানতে পারেনি পুলিশ। এখনও পর্যন্ত গ্রেফতার হয়নি কেউ।
কক্সবাজারের চাকারিয়া এলাকার কাইরাবিল গ্রাম। ওই গ্রামের বেশির ভাগ হিন্দুই নমঃশূদ্র সম্প্রদায়ের। গত ৩ মে, ইদের দিন রাতে হঠাৎই পাড়ার বেশ কয়েকটি বাড়িতে আগুন লেগে যায়। বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নেভানোর চেষ্টা করার আগেই একে একে মোট ২০টি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়।
বাড়িগুলির বেশিরভাগই টিন ও কাঠের তৈরি হওয়ায় আগুনের গ্রাসে বাড়িগুলির আর কিছুই অবশিষ্ট নেই। খাদ্য সামগ্রী, জামাকাপড়, আসবাবপত্র ও বাড়িতে রাখা টাকা সবই পুড়ে ছাই হয়ে গিয়েছে। এখন অসহায় অবস্থায় খোলা আকাশের নিচে দিন কাটাতে বাধ্য হচ্ছেন তাঁরা।
স্থানীয়রা ইতিমধ্যেই ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। তবে রাতের অন্ধকারে আগুন লাগানোর কারণে তাঁরা জানতে পারেননি যে কে বা কারা এই কান্ড ঘটিয়েছে। ঘটনার পর ২ দিন কেটে গেলেও এখনও পর্যন্ত কাউকে চিহ্নিত কিংবা গ্রেফতার করতে পারেনি পুলিশ। ঘটনার ছবি ফেসবুকে পোস্ট করেছেন প্রিয়া সাহা। অভিযোগের আঙুল তুলেছেন মুসলিম মৌলবাদীদের দিকে।