দোলের সকালে রঙ মিলান্তি, প্রচারে বেরিয়ে হোলিতে মাতলেন প্রার্থীরা

 আগামী ১ এপ্রিল দ্বিতীয় দফায় বাঁকুড়া সহ জেলার বাকি আট কেন্দ্রে ভোট। জমে উঠেছে নির্বাচনী প্রচার। আর রবিবার দোল উৎসবের রঙে রঙে রঙিন হয়ে উঠলো সংযুক্ত মোর্চা সমর্থিত বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী রাধারাণী বন্দোপাধ্যায়ের নির্বাচনী প্রচার।লাল আর সবুজ আবির মেখে ও মাখিয়ে এদিন তিনি প্রচার সারলেন রাজগ্রামে।  ঢাক ঢোল আর কাঁসরের সুমধুর শব্দে মূখরিত হলো পুরো এলাকা।পরে সংযুক্ত মোর্চা সমর্থিত প্রার্থী  রাধারাণী বন্দোপাধ্যায় বলেন, বিধায়ক নির্বাচিত হলে সর্বপ্রথম পানীয় জল সমস্যার সমাধান করবো। প্রচারে মানুষের মধ্যে বিপুল সাড়া পাচ্ছেন জানিয়ে। আগামী ২ মে লাল আর সবুজ আবারে ছড়াছড়ি হবে বাঁকুড়া হবে বলেই তিনি আত্মবিশ্বাসী বলে জানান।অন্যদিকে রঙের উৎসবে আরও রঙিন ‘গুপ্ত বৃন্দাবন’ বিষ্ণুপুর। সংস্কৃতির শহর হিসেবে পরিচিত বিষ্ণুপুরে রবিবার ‘বিষ্ণুপুর ঐকতানে’র পক্ষ থেকে ‘বসন্ত উৎসবে’ অংশ নিলেন ওই সংস্থার অসংখ্য ছাত্রছাত্রী।এদিন মাধবগঞ্জের মদনগোপাল মন্দির থেকে পদযাত্রা শুরু হয়ে কৃষ্ণগঞ্জ ঘুরে যদুভট্ট মঞ্চে শেষ হয়। সেখানে মূল অনুষ্ঠানে অংশ নেন উপস্থিত ছোটো বড় সকলেই। সবমিলিয়ে বসন্ত উৎসব ঘিরে রঙে রঙে রঙিন এক সময়ের মল্লরাজধানী বিষ্ণুপুর।এছাড়াও দোলের সকালে প্রচারের পাশাপাশি রঙের উৎসবে মেতে উঠেছেন হাওড়ার বিজেপি প্রার্থী সঞ্জয় সিং।রবিবাসরীয় সকালে মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্র এলাকায় প্রচার সারেন তিনি। রবিবার সকাল থেকে বাড়ি বাড়ি গিয়ে  প্রচার করেন তিনি। মন্দিরে পুজো দেন। বনবিহারী বসু রোড সহ বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে কর্মী সমর্থকদের নিয়ে প্রচার করেন বিজেপি প্রার্থী। তিনি জনসংযোগের পাশাপাশি সকলকে দোল ও হোলির শুভেচ্ছা জানান।about:blankসঞ্জয় সিং বলেন, আগামী ২ মে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হতে চলেছে। মুখ্যমন্ত্রীর উপর কেউ বিশ্বাস রাখতে পারছেন না। উনিও ভাইপো ছাড়া কাউকে বিশ্বাস করতে পারছেন না। তাই আজকে ওনার পার্টি ছেড়ে মন্ত্রী, নেতা, কর্মীরা বিজেপিতে যোগ দিচ্ছেন। এবার বাংলায় পরিবর্তন হবে। বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবে।অন্যদিকে, এদিন দোলের সকালে বালির সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর পায়ে হেঁটে এলাকায় প্রচার করেন। মানুষের কাছে ভোট প্রার্থনা করেন। বাড়ি বাড়ি পৌঁছে প্রচার করেন। পাশাপাশি, এদিন দোলের সকালে বালির বিজেপি প্রার্থী বৈশালী ডালমিয়াও ভোটের প্রচার করেন। হুডখোলা জিপে প্রচার করেন তিনি। পাশাপাশি রঙের উৎসবে মেতে ওঠেন সকলেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.