প্রয়াত প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির প্রয়াণবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অরুণ জেতলির প্রথম মৃত্যুবার্ষিকীতে নিজের টুইট বার্তায় অমিত শাহ লিখেছেন, একজন অনবদ্য রাজনীতিবিদ, অসাধারণ বক্তা তথা মহান ব্যক্তি অরুণ জেটলির প্রতি শ্রদ্ধাঞ্জলি রইল। তিনি বন্ধুরও বন্ধু ছিলেন। নিজের কাজের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন। উল্লেখ করা যেতে পারে, ২০১৯ সালের ২৪ আগস্ট শেষ নিঃশ্বাস করেন অরুণ জেটলি। কেন্দ্রীয় সরকারের একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বভার অত্যন্ত সাফল্যের সঙ্গে সামলে ছিলেন তিনি।১৯৫২ সালের ২৮ ডিসেম্বর তাঁর জন্মগ্রহণ হয়।মোদী সরকারের প্রথম পর্যায় অর্থ এবং প্রতিরক্ষার মত গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলে ছিলেন তিনি। শারীরিক অসুস্থতার কারণে দ্বিতীয় মোদী সরকারের কোন রকমের দায়িত্ব তিনি নেননি। উল্লেখ করা যেতে পারে অটল বিহারি বাজপেয়ি অত্যন্ত আস্থাভাজন ছিলেন অরুণ জেটলি। এমনকি বিরোধী বেঞ্চে বসার সময় দায়িত্বের সঙ্গে বিরোধিতা করে গিয়েছেন।
2020-08-24