ঝাড়খণ্ডের পর এবার বিহার। রবিবারের বদলে শুক্রবার স্কুল ছুটি দেওয়া হয় কিষাণগঞ্জের একাধিক স্কুলে। রবিবার চলে ক্লাস। শিক্ষা বিভাগের আধিকারিকের দাবি, ‘মুসলিম অধুষ্যিত স্কুল, ৮০ শতাংশ পড়ুয়াও মুসলিম। তাই এমন সিদ্ধান্ত’।
কিষানগঞ্জ শহরের লাইন উর্দু স্কুল, কারবালা লাইন মধ্য বিদ্যালয়, মহেশবথনা মধ্য বিদ্যালয়, হালামালা মধ্য বিদ্যালয় সমেত বহু স্কুলে শুক্রবারে ছুটি দেওয়া হয়। শিক্ষা বিভাগের আধিকারিকের কথায়, মুসলিম অধ্যুষিত এলাকা হওয়ার দীর্ঘ বহু বছর ধরে এমন নিয়ম চলে আসছে।
লাইন উর্দু মধ্য বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ঝর্ণা বালা সাহা বলেন, এই স্কুলগুলির মধ্যে কোনোটিই উর্দু স্কুল নয়। এগুলি সবই হিন্দি স্কুল। এইসব স্কুলে মুসলিম ছাত্র-ছাত্রীর সংখ্যা ৮০ শতাংশের বেশি। স্কুল প্রতিষ্ঠা হয়েছিল ১৯০১ সালে, তবে থেকেই শুক্রবারে স্কুল ছুটি দেওয়ার রীতি চলে আসছে।
কিষানগঞ্জ জেলা শিক্ষা পদাধিকারী সুভাষ কুমার গুপ্তা বলেন, জেলার সংখ্যালঘু অধ্যুষিত এলাকার স্কুলগুলিতে শুরু থেকেই এমন নিয়ম চলে আসছে। ওই স্কুলগুলি শুক্রবারে ছুটি থাকে, রবিবারে স্কুল খোলা থাকে। এ বিষয়ে শিক্ষা বিভাগ থেকে কোনও নির্দেশিকা দেওয়া হয়নি। অন্য স্কুলের মতই এই স্কুলগুলিকে শুক্রবারে খোলা রাখার জন্য পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।