ভারতীয় যুবসমাজের কাছে কোনও কিছুই চ্যালেঞ্জ নয়। কোনও কিছুই ভারতীয় যুবসমাজের নাগালের বাইরে নয়। রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে ভারতীয় যুব সমাজের ভূয়সী প্রসংশা করে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার বেলা এগারোটা নাগাদ মাসিক রেডিও অনুষ্ঠান ( ২০২০ সালের শেষ এবং ৭২ তম সংস্করণ) ‘মন কি বাত’-এ প্রধানমন্ত্রী বলেছেন, করোনার জন্য, বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলা ব্যাহত হয়েছে কিন্তু আমরা নতুন কিছু শিখেছি। নতুন শক্তির বিকাশ হয়েছে দেশে। আমরা এই শক্তিকে ‘আত্মনির্ভর ভারত’ অথবা ‘স্বনির্ভরতা’ বলতে পারি। মোদী বলেন, ‘গ্রাহকরাও ‘মেড ইন ইন্ডিয়া’ খেলনা দাবি করছেন। চিন্তার প্রক্রিয়াতে এটি একটি বড় পরিবর্তন। মানুষের মনোভাবের মধ্যে একটি বৃহত রূপান্তরের জীবন্ত উদাহরণ এটি। ভৌগলিকভাবে যা সেরা তা ভারত তৈরি করা আবশ্যিক। এজন্য উদ্যোগপতি এবং স্টার্ট-আপদের এগিয়ে আসতে হবে।
প্রধানমন্ত্রী জানান, ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে চিতাবাঘের সংখ্যা ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে ভারত। ২০১৪ সালে ভারতে চিতাবাঘের সংখ্যা ছিল ৭,৯০০। ২০১৯ সালে সেই সংখ্যা ১২,৮৫২-তে এসে পৌঁছেছে। ভারতে সিংহ, বাঘের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বনাঞ্চলের উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে। ভারতীয় যুব সমাজের প্রসংশা করে প্রধানমন্ত্রী বলেছেন, আমি যখন দেশের যুবসমাজকে দেখি, তখন আমি আনন্দিত ও সুখ অনুভব করি। দেশের যুবসমাজের মধ্যে ‘করতে পারি’ এই মনোভাবের জন্য আমি সুখ অনুভব করি। তাঁদের কাছে কোনও কিছু চ্যালেঞ্জ নয় এবং কোনও কিছু নাগালের বাইরে নয়। স্বচ্ছ ভারত অভিযান প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আমরা জঞ্জাল করব না, স্বচ্ছ ভারত অভিযানের অংশ হিসেবে আমাদের শপথ নিতে হবে।
2020-12-27