সাম্প্রতিক সময়ে একদিকে যখন পাকিস্তানের (Pakistan) আর্থিক অবস্থা ক্রমাগত খারাপ হচ্ছে, ঠিক সেই আবহেই আরও আরেকটি মুসলিম অধ্যুষিত দেশ একই সমস্যার সম্মুখীন হয়েছে। এই দেশটি পশ্চিম এশিয়ায় অবস্থিত। এদিকে, সেখানকার অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ যে, ওই দেশে ১ মার্কিন ডলারের মূল্য সেখানকার মুদ্রায় ১ লক্ষের গন্ডি ছাড়িয়ে গেছে। মূলত, লেবাননে (Lebanon) এহেন অর্থনৈতিক সঙ্কট পরিলক্ষিত হয়েছে। বর্তমান প্রতিবেদনে এই সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।পশ্চিম এশিয়ার দেশ লেবাননে আপাতত মুদ্রাস্ফীতি চরম আকার ধারণ করেছে। সেখানকার মানুষ রীতিমতো গভীর সঙ্কটের মধ্যে রয়েছেন। এমতাবস্থায়, দেশের তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে সেখানকার বাসিন্দাদের মধ্যে চরম ক্ষোভ রয়েছে। ইতিমধ্যেই এই মুসলিম অধ্যুষিত দেশের মুদ্রা লেবানিজ পাউন্ডে রেকর্ড পতন ঘটেছে।শুধু তাই নয়, বর্তমানে ট্রেডিংয়ে ১ মার্কিন ডলারের বিপরীতে ১ লক্ষ লেবানিজ পাউন্ড দিতে হচ্ছে। এই পরিস্থিতি লেবাননের জনগণকে আরও দারিদ্র্যের দিকে ঠেলে দিচ্ছে। উল্লেখ্য যে, বর্তমানে লেবাননে কোনো সরকার নেই। তাই, কেয়ারটেকার অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নিয়েছে। জানিয়ে রাখি যে, গত জানুয়ারি পর্যন্ত ১ মার্কিন ডলারের বিপরীতে লেবানিজ পাউন্ডের মূল্য ছিল ৬০ হাজার। যা এখন ১ লক্ষেরও বেশি হয়েছে।এদিকে, এই গুরুতর অর্থনৈতিক সঙ্কটের আবহেই লেবাননের ব্যাঙ্কগুলি জনগণকে অ্যাকাউন্ট থেকে টাকা তোলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে। যার জেরে ক্ষুব্ধ হয়েছেন লেবাননের বাসিন্দারা এবং তাঁরা বিক্ষোভও শুরু করেছেন। ব্যাঙ্কের বাইরেও বিক্ষোভ করছেন তাঁরা। পাশাপাশি, তাঁরা দাবি করছেন ব্যাঙ্কগুলি তাঁদের টাকা রীতিমতো আটকে রেখেছে। এদিকে, সম্প্রতি সামনে আসা একটি ছবিতে দেখা গিয়েছিল যে, বিক্ষোভকারীরা তাঁদের টাকা রেগে পুড়িয়ে দিচ্ছেন।
2023-03-16