বিহারে ভোটে দুই তৃতীয়াংশ গরিষ্ঠতা পাবে এনডিএ। বিজেপি যদি সবচেয়ে বেশি আসন পায়, তাহলেও আমাদের নেতা হবেন নীতীশ কুমার। শনিবার এভাবেই বিহারের মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা জানালেন বিজেপির সভাপতি জে পি নাড্ডা। তাঁর কথায়, “স্পষ্ট বোঝা যাচ্ছে, এনডিএ বিহারে দুই তৃতীয়াংশ গরিষ্ঠতা পাবে। আমরা যদি কয়েকটা আসন বেশি পাই, তাও নীতীশ কুমারজি হবেন আমাদের নেতা।”
অতীতে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী ও তাঁর দলের কয়েকজন নেতা প্রশ্ন করেছিলেন, পুলওয়ামায় জঙ্গি হামলা থেকে সবচেয়ে লাভবান হয়েছে কারা? এই মন্তব্যের কথা তুলে নাড্ডা বলেন, কংগ্রেস এখন পাকিস্তানের মুখপাত্র হয়েছে।
গত বৃহস্পতিবার পাকিস্তানের মন্ত্রী ফাওয়াদ চৌধুরি ন্যাশনাল অ্যাসেম্বলিতে স্বীকার করেন, পুলওয়ামায় জঙ্গি হানার পিছনে ছিলেন তাঁরাই। গতবছর ফেব্রুয়ারি মাসে ওই আত্মঘাতী জঙ্গি হানায় ৪০ জন সিআরপিএফ জওয়ান নিহত হন। পাকিস্তানের মন্ত্রীর স্বীকারোক্তির পরে বিজেপি দাবি করে, কংগ্রেসকে ক্ষমা চাইতে হবে।
অন্য প্রসঙ্গে নাড্ডা বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নীতীশ কুমারের নেতৃত্বে বিহারের মানুষ লণ্ঠনের আমলা থেকে এলইডি আলোর যুগে এসেছেন।” রাষ্ট্রীয় জনতা দলের প্রতীক লণ্ঠন। নাড্ডা বলতে চেয়েছেন, এনডিএ আমলে বিহারের যে উন্নয়ন হয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের আমলে তা হয়নি।
২০১৫ সালে লালুপ্রসাদ যাদবের সঙ্গে মহাজোট করে মুখ্যমন্ত্রী হন নীতীশ। পরে সেই জোট ভেঙে দিয়ে এনডিএতে শামিল হয়ে যান তিনি। অনেকের মতে, জনাদেশ নিয়ে উল্টো শিবিরে ভিড়ে যাওয়ার প্রভাব পড়তে পারে এবারের ভোটে। যাদব ও মুসলিম ভোট নীতীশের বিরুদ্ধে যেতে পারে বলে মত অনেকের।
ইতিমধ্যে এনডিএ-এর বিড়ম্বনা বাড়িয়েছেন চিরাগ পাসোয়ান। লোক জনশক্তি পার্টির নেতা তথা সদ্য প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসওয়ানের ছেলে লাগাতার নীতীশের সমালোচনা শুরু করেছেন। বিজেপি ভাল কিন্তু নীতীশ কুমার খারাপ– অদ্ভুত এই অবস্থান নিয়ে জেডিইউ প্রার্থীদের বিরুদ্ধে পাল্টা প্রার্থী দিয়েছে লোজপা।
ধন্দ কাটাতে বিহার বিজেপির শীর্ষ নেতা তথা উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী তীব্র সমালোচনা করেছিলেন চিরাগের। অনেকের ধারণা ছিল, পিছন থেকে বিজেপিই বুঝি এই কাজ করাচ্ছে চিরাগকে দিয়ে। যদিও পরে কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী তথা প্রাক্তন বিজেপি সভাপতি অমিত শাহ সাফ জানিয়ে দেন, বিহারে এনডিএ দুই তৃতীয়াংশ আসনে জিতবে। তিনি আরও বলেছেন কে কত আসন পেল বড় কথা নয়। নীতীশ কুমারই হবেন বিহারের মুখ্যমন্ত্রী। এ ব্যাপারে কোনও যদিও কিন্তু নেই।