বৃহস্পতিবার রাজধানী দিল্লির বিজ্ঞান ভবনে চতুর্থ দফার বৈঠকে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরের কাছে নতুন তিনটি কৃষি আইন সংসদে বিশেষ অধিবেশন ডেকে বাতিল করার দাবি তুললেন কৃষক নেতারা। এদিনের বৈঠকে কৃষক নেতারা দাবি করেছেন অবিলম্বে সংসদে বিশেষ অধিবেশন ডেকে নতুন তিনটি কৃষি আইন বাতিল করতে হবে। নিজেদের দাবী থেকে যে কৃষক নেতারা সরে আসবেন না এই দিনের বৈঠকে তারা তা স্পষ্ট করে দিয়েছে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর, রেলমন্ত্রী পীযূষ গোয়েল সহ উচ্চক্ষমতাসম্পন্ন কেন্দ্রীয় প্রতিনিধি দল। এদিকে দিল্লির সীমান্তবর্তী এলাকায় পঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চলে কৃষকরা বিক্ষোভ প্রদর্শন ক্রমাগত জারি রেখেছে।
2020-12-04