বিজেপির টার্গেট বাংলা। বিধানসভা ভোটের ঢাকে কাঠি বিজেপি সভাপতি জেপি নাড্ডার। শনিবার মালদহে রোড শো থেকে বাংলা দখলের ডাক দিয়েছেন নাড্ডা । নবদ্বীপে পরিবর্তন যাত্রার সূচনায়, হাতিয়ার চৈতন্য আবেগ। এরপর রবিবার অর্থাৎ আজ হলদিয়ায় প্রধানমন্ত্রী। বঙ্গের ভোটে প্রথম রাজনৈতিক কর্মসূচি নরেন্দ্র মোদির। এর পাশাপাশি একাধিক সরকারি প্রকল্পের শিলান্যাস-উদ্বোধন অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি। ইতিমধ্যেই নন্দীগ্রামে প্রার্থী হওয়ার কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুরকেই বাড়তি গুরুত্ব দিচ্ছেন মোদি বলে মত রাজনৈতিক মহলের। শুভেন্দু অধিকারীর হলদিয়া থেকেই একুশের ভোটের প্রচারের সুর বেঁধে দেবেন নরেন্দ্র মোদি।
ভিক্টোরিয়াকাণ্ডের পর ফের রাজ্যে প্রধানমন্ত্রী। হলদিয়ায় সরকারি অনুষ্ঠানে একাধিক প্রকল্পের সূচনা করবেন মোদি। আমন্ত্রিত হলেও, প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে থাকছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।পিএমও কে চিঠি নবান্নের।
এদিন হলদিয়ায় শোধনাগারে IOC-র দ্বিতীয় ‘ক্যাটালিটিক আইসো-ডিওয়াক্সিং’ ইউনিটের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী ৷ খরচ হবে ১ হাজার ১৯ কোটি টাকা৷ ২ হাজার ২০০ কর্মসংস্থানের সম্ভাবনা ৷ এর পাশাপাশি উদ্বোধন হবে BPCL-এর ‘এলপিজি ইমপোর্ট টার্মিনাল’ ৷ খরচ হয়েছে ১ হাজার ১০০ কোটি টাকা ৷ উদ্বোধন হবে ৪১ নম্বর জাতীয় সড়কে চার লেনের উড়ালপুল
মোদির কর্মসূচি
GAIL -এর পাইপলাইনে প্রাকৃতিক গ্যাস জোগানের প্রকল্প ঝাড়খণ্ড থেকে দুর্গাপুর পর্যন্ত পাইপলাইন ‘প্রধানমন্ত্রী উর্জা গঙ্গা গ্যাস’ প্রকল্প খরচ ২ হাজার ৪০০ কোটি টাকা রাজ্যে এই প্রথম GAIL -এর প্রাকৃতিক গ্যাস ১১ লক্ষ শ্রম দিবস তৈরির সম্ভাবনা
অনেকেই মনে করছেন মোদির লক্ষ্য এক ঢিলে দুই পাখি ৷ রাজনৈতিক সভা থেকে আক্রমণ আর সরকারি মঞ্চ থেকে ‘উন্নয়ন’ ৷