আসন্ন বিধানসভা ভোটের প্রচারে রবিবার ব্রিগেডের সভাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । ঐতিহাসিক ব্রিগেড সমাবেশে ভারতমাতা কী জয়, বন্দেমাতরম স্লোগান দিয়ে নিজের ভাষণ শুরু করেন নরেন্দ্র মোদী। এদিনের সমাবেশ থেকে সোনার বাংলার ডাক দিলেন তিনি । বাংলায় বললেন, বাংলা চায় উন্নতি, বাংলা চায় শান্তি, বাংলা চায় প্রগতিশীল বাংলা, বাংলা চায় সোনার বাংলা। এদিন ভাষণে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, বাংলার মানুষ পরিবর্তনের জন্য কখনও আশা ছাড়েননি। পরিবর্তনের জন্য মমতাদিদির উপর ভরসা করেছিলেন বাংলার মানুষ। কিন্তু মমতাদিদি এবং তাঁর ক্যাডাররা বাংলার মানুষের ভরসা ভেঙেছেন। এই লোকেরা বাংলার মা-মেয়েদের উপর অত্যাচার চালিয়েছে। কিন্তু বাংলার মানুষের উদ্দীপনা কমাতে পারেননি। ‘বাংলার মেয়ে মমতা’ স্লোগানের পালটা হিসেবে ‘বাংলার ছেলে মিঠুন চক্রবর্তীও আছেন’ বললেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘তাঁর জীবনকাহিনি, সংঘর্ষের দুর্দান্ত গল্প আছে।’ সঙ্গে লোকনাথ বাবার প্রসঙ্গে টানলেন। এদিন মোদী সমাবেশে ব্রিগেডের মঞ্চে আসতেই উত্তরীয় পরিয়ে তাঁকে স্বাগত জানালেন মিঠুন চক্রবর্তী।
2021-03-07