নাম না করে মিম এর বিরুদ্ধে বিজেপির সঙ্গে যোগাসাজশের অভিযোগ করেছিলেন তৃণমূল নেত্রী। বুধবার তার অভিযোগের জবাব দিতে গিয়ে এম আই এম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন মুসলিমরা তৃণমূলের জায়গীর নয়। আর তাঁকে কেউ টাকা দিয়ে কিনতে পারবে না।
জলপাইগুড়িতে এমআইএমের নাম না করেই মমতা অভিযোগ করেছিলেন, হায়দ্রাবাদের দলটি আসলে বিজেপির বি টিম। সেখানে বিহার বিধানসভা নির্বাচনের উদাহরণ দিয়ে তার দাবি মুসলিম ভোটে ভাঙন ধরাতে টাকা খরচ করেছে বিজেপি। বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগের জবাব দিতে গিয়ে মিম প্রধান বলেন, আসাদউদ্দিন ওয়েসিকে টাকা দিয়ে কিনতে পারে এমন মানুষ এখনো জন্মায়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ভিত্তিহীন। তিনি এখন অস্থির হয়ে উঠেছেন। তিনি নিজের ঘর নিয়েই আশঙ্কায় রয়েছেন কারণ তার দলের অনেকেই বিজেপিতে যোগ দিয়েছেন। তিনি বিহারের সেই সব ভোটারদের অপমান করছেন যারা এম আই এমকে ভোট দিয়েছেন।
তৃণমূল নেত্রীর মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে ওয়েইসি একটি টুইটে লিখেছেন, বিহার বিধানসভা ভোটে আশাতিত ফল করেছে মিম। পশ্চিমবঙ্গ বিহারের সীমান্তবর্তি এলাকায় পাঁচটি আসন পেয়েছে তার দল। এবার তাদের পরবর্তী লক্ষ্য পশ্চিমবঙ্গ। আর এতেই তৃণমূলের মুসলিম ভোটে এমআইএম থাবা বসাতে পারে বলেইধারণা রাজনৈতিক মহলের।