আগুনে পুড়ে গেছে একটা বোলেরো গাড়ি। তার ভিতরে দুটি পোড়া কঙ্কাল। ডিএনএ পরীক্ষা করে জানা গেছে, ওই দুটি কঙ্কাল রাজস্থানের বাসিন্দা দুই মুসলিম যুবক নাসির (২৫) এবং জুনেইদ ওরফে জুনার (৩৫)। তাঁদের বিরুদ্ধে গরু পাচারের অভিযোগ ছিল। অভিযোগ, গরু পাচারের অভিযোগে তাঁদের অপহরণ করে খুন করা হয়েছে।
ভারতপুরের থানায় ওই দুই ব্যক্তির অপহরণের অভিযোগে এফআইআর দায়ের হয়েছিল। তাতে বলা হয়েছিল, বুধবার একটি বোলেরো গাড়িতে চেপে বাড়ি থেকে বার হয়েছিল তারা। কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন তাঁরা। অভিযোগ, আট থেকে ১০ জন ব্যক্তি তাঁদের অপহরণ করেন। পরে খুন করেন। অভিযোগ করেছিলেন নাসির এবং জুনেইদের তুতো ভাই ইসমাইল। তাঁর অভিযোগ, এই কাজ করেছিলেন বজরং দলের কয়েক জন সদস্য।
হরিয়ানার লোহারুর ডিএসপি জগৎ বলেন, ‘বৃহস্পতিবার সকাল ৮টায় ভিওয়ানির লোহারুতে পুড়ে যাওয়া একটি গাড়িতে দগ্ধ দু’ টি কঙ্কাল মিলেছে। ফরেনসিক এবং অন্য দল ঘটনাস্থলে পৌঁছেছে। গাড়িতে আগুন লেগে দু’ জনের মৃত্যু হয়েছে, নয়তো দু’ জনকে পুড়িয়ে মারা হয়েছে। তদন্ত চলছে।’
খবর পেয়ে তদন্তকারী দল পাঠায় রাজস্থান পুলিশ। পুলিশ জানিয়েছে, গাড়িটি মৃতদের এক আত্মীয়ের। গাড়ির মালিকের নাম আসিন খান। পুলিশ জানিয়েছে, অভিযুক্তেরা গাড়িটিকে লোহারুতে নিয়ে এসে মাঝরাতে আগুন জ্বালিয়ে দিয়েছে। দেহ দু’ টি শনাক্ত করার জন্য দু’ জনের পরিবারকে ঘটনাস্থলে ডাকা হয়েছিল। নিয়ম মেনে এর পর দেহ দু’ টি তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে।