অমিত শাহের দরাজ সার্টিফিকেট পেয়ে ফের ‘চাঙ্গা’ মুকুল রায়। আসন্ন পুরভোটে বিজেপির ‘তুরুপের তাস’ হতে চলেছেন একদা তৃণমূলের ‘চাণক্য’ মুকুল রায়। এখনও পর্যন্ত বঙ্গ বিজেপিতে বড়সড় পদ না পেলেও দলের শীর্ষ নেতাদের এরাজ্যে প্রধান ভরসা হিসেবে নিজেকে প্রমাণ করতে পেরেছেন মুকুল রায়। সম্প্রতি অমিত শাহের রাজ্য সফরে সেই ধারণাই আরও স্পষ্ট হয়েছে।
গত লোকসভা ভোটে এরাজ্যে বিজেপির দুই থেকে এক ধাক্কায় ১৮ আসন জয়ে মুকুল রায়ের বড়সড় ভূমিকা রয়েছে বলেই মনে করেন মোদী-শাহরা। মুকুলের জন্যই এরাজ্যে তৃণমূলস্তর থেকে বিজেপির সংগঠন মজবুত হচ্ছে বলে মনে করছেন দলের শীর্ষ নেতারা।
দিন কয়েক আগেই কলকাতায় এসে মুকুল রায়ের ভূমিকার ভূয়সী প্রশংসা করে গিয়েছেন দলের শীর্ষ নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিলীপ-রাহুলদের সামনেই মুকুলের ভূমিকার প্রশংসা শোনা গিয়েছে শাহের মুখে। আসন্ন পুরভোটেও মুকুলকেই বঙ্গ বিজেপির দায়িত্ব নিতে বলেছেন অমিত শাহ।
এদিকে অমিত শাহের প্রশংসা পেয়ে দলের অন্দরে ফের জমি শক্ত করতে নেমে পড়েছেন একদা তৃণমূলের ‘সেকেন্ড ম্যান’ মুকুল। দিলীপ ঘএাষ দ্বিতীয়বারের জন্য রাজ্য বিজেপির সভাপতি মনোনীত হওয়ার পর থেকে দলে কোণঠাসা হয়ে পড়েছিলেন মুকুল রায়।
এমনকী দলের বড় কোনও সভা-মিছিলেও মুকুল রায়কে দেখা যায়নি। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে একাধিক ক্ষেত্রে মতের অমিল হওয়াতেই ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিতে শুরু করেছিলেন মুকুল রায়। তবে এব্যাপারে মুকুল রায় নিজে কখনও কোথায় প্রকাশ্যে কিছু বলেননি।
তবে সম্প্রতি অমিত শাহের রাজ্য সফরে ছবিটা বদলেছে। ফের একবার মুকুলকেই ভোট পরিচালনার যাবতীয় দায়িত্ব দিয়েছেন শাহ। কীভাবে এরাজ্যের পুরভোটে সাফল্য আনা যায় সেব্যাপারে মুকুলকেই গেমপ্ল্যান সাজানোর দায়িত্ব সপেছেন অমিত শাহ।
দলের শীর্ষ নেতার দরাজ প্রশংসায় স্বভাবতই খুশি মুকুল রায়ও। বিজেপি সূত্রে জানা গিয়েছে, শাহের সার্টিফিকেট পেয়েই ফের পুরোন মেজাজে দেখা গিয়েছে মুকুল রায়কে। দলের তৃণমূলস্তরের নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন মুকুল।