অতিমারি পরিস্থিতিতে কর্তব্যের পথকেই বেছে নিয়েছেন সমস্ত সাংসদরা। সংসদের বাদল অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে, সোমবার সকালে সংসদ পরিসরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কর্তব্যের পথ বেছে নেওয়ায় সমস্ত সাংসদদের অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী। এদিন সকালে প্রধানমন্ত্রী বলেন, ‘একেবারে অন্যরকম সময় শুরু হচ্ছে সংসদের অধিবেশন। একদিকে করোনা এবং অপরদিকে কর্তব্য। কিন্তু, সাংসদরা কর্তব্যের পথ বেছে নিয়েছেন। আমি তাঁদের অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাতে চাই। এবার দিনের পৃথক সময়ে বসবে রাজ্যসভা ও লোকসভার অধিবেশন। শনিবার এবং রবিবারও বসবে অধিবেশন। সমস্ত সাংসদরা তা মেনে নিয়েছেন।’
করোনাভাইরাসের ভ্যাকসিন প্রসঙ্গে প্রধানমন্ত্রী এদিন বলেছেন, আমরা চাইছি বিশ্বের যে কোনও প্রান্তে দ্রুত তৈরি হোক করোনার ভ্যাকসিন, আমাদের বিজ্ঞানীরা সফল হন, যাতে প্রত্যেককে এই সমস্যা থেকে আমরা মুক্তি দিতে পারি। প্রধানমন্ত্রী আরও বলেছেন, আমার বিশ্বাস সংসদের সমস্ত সদস্যরা এমন বার্তা দেবেন, যাতে এটা স্পষ্ট হয়ে যায় যে দেশ সেনাবাহিনীর পাশে রয়েছে। উল্লেখ্য, ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হয় বাদল অধিবেশন চলবে ১ অক্টোবর পর্যন্ত। প্রথমার্ধে রাজ্যসভার অধিবেশন ৯টা থেকে ১টা, দ্বিতীয়ার্ধে লোকসভার অধিবেশন ৩টে থেকে ৭টা। সাংসদরা লোকসভার কক্ষে, গ্যালারিতে, রাজ্যসভার কক্ষে, রাজ্যসভার গ্যালারিতে বসবেন। অধিবেশন শুরুর আগে রাজ্যসভার চেয়ারম্যান, লোকসভার স্পিকার, সাংসদ, কর্মী, সাংবাদিকদের কোভিড পরীক্ষা বাধ্যতামূলক।
2020-09-14