ভোটের রাজনীতির জন্য যেন বাজেট অধিবেশন ধাক্কা না খায়, বার্তা মোদীর

পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের আবহেই শুরু হয়েছে সংসদের বাজেটের অধিবেশন। ভোটের রাজনীতির প্রভাব যাতে সংসদে না পড়ে, তা নিয়ে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আশাপ্রকাশ করেছেন, বিভিন্ন রাজ্যে ভোট হলেও বাজেট অধিবেশনে সাংসদরা অংশগ্রহণ করবেন। 

সোমবার সংসদের বাজেট অধিবেশনের আগে মোদী বলেন, ‘মাঝমধ্যেই ভোটের কারণে অধিবেশন প্রভাবিত হয়। প্রভাবিত হয় আলোচনা এবং বিতর্কও। ভোট নিজস্ব জায়গায় আছে। ওটা চলতে থাকবে। কিন্তু এই বাজেট অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যা পুরো বছরের গতিপ্রকৃতি নির্ধারণ করে দেয়। বাজেট অধিবেশন যতটা কার্যকরী করে তুলব, তত আগামী বছর ভালো হবে। তাই মুক্তচর্চা, মানবিকতা, ভালো উদ্দেশ্য নিয়ে আলোচনা করতে হবে সকলকে।’ট্রেন্ডিং স্টোরিজ

তারইমধ্যে সোমবার সুষ্ঠুভাবে বাজেট অধিবেশনে আলোচনার বার্তাও দেন মোদী। তিনি বলেন, ‘আজ বাজেট অধিবেশন শুরু হচ্ছে। বাজেট অধিবেশনে সকল দেশবাসী এবং সাংসদদের স্বাগত জানাচ্ছি। বিশ্বে যা অবস্থা, তাতে ভারতের সামনে প্রচুর সুযোগ আছে। ভারতের আর্থিক উন্নতি, টিকাকরণ কর্মসূচি, মেড ইন ইন্ডিয়া টিকা নিয়ে বিশ্বের আস্থা তৈরি করবে এই অধিবেশন। এই বাজেট অধিবেশনেও সাংসদদের চর্চা, আলোচনার বিষয়বস্তু এবং খোলা মনে বিতর্কের মতো বিষয়গুলি বিশ্বব্যাপী প্রভাব বিস্তারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে। আশা করছি, সকল সাংসদ, সব রাজনৈতিক দল ভালোভাবে এবং খোলা মনে আলোচনার মাধ্যমে দেশকে দ্রুত উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.