“বিজেপিকে ভোট দিলে চোরেদের জেলযাত্রা হবে” তৃণমূলকে কটাক্ষ করে আশ্বাস নাড্ডার। বেথুয়াডহরির সভা থেকে রাজ্যকে একহাত নিলেন জেপি নাড্ডা। দাবি করলেন প্রধানমন্ত্রীর পাঠানো অর্থ ঠিক খাতে খরচ করা হচ্ছে না। বৃহস্পতিবার সকালে নিউটাউন হোটেলের সামনে দলের সর্বভারতীয় সভাপতি হিসেবে মেয়াদ বৃদ্ধি উপলক্ষ্যে জেপি নাড্ডাকে সংবর্ধনা দেয় রাজ্য বিজেপি। তারপরেই নদিয়ার মায়াপুরে ইস্কন মন্দিরে যান। ইস্কন মন্দিরে পুজো দিয়ে মধ্যাহ্ন ভোজন সেরে জনসভার উদ্দেশ্যে রওনা দেন বেথুয়া ডহরি জুনিয়র ইস্টবেঙ্গল ময়দানে।
জনসভা থেকেই জেপি নাড্ডা কটাক্ষ করেন তৃণমূলকে। সেখানেই একাধিক ইস্যুতে রাজ্যকে নজির বিহীন ভাবে আক্রমণ করেন নাড্ডা। আবাস যোজনা থেকে শুরু করে কেন্দ্রের সমস্ত প্রকল্পে রাজ্য দুর্নীতি করছে বলে দাবি করেন। তিনি বলেন, কেন্দ্র কাজের টাকা পাঠাচ্ছে আর এখানে ঘোটালা হচ্ছে। গরু, বালি, কয়লা এমন কিছু জায়গা থেকেও টাকা খাচ্ছে তৃণমূল। মোদী সৎ , বাংলার সরকার বেইমান, ওরা সংবিধান পর্যন্ত মানে না। “হুঁশিয়ারির সুরে নাড্ডা বলেন, সংবিধান না মানলে জনতা বিচার করবে “।