জওহর লাল নেহরু ইউনিভার্সিটি-তে গিয়ে বিবেকানন্দের মূর্তি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্থাপন করে দেশপ্রেমের বার্তা দিলেন মোদী।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৃহস্পতিবার জেএনইউ-তে বিবেকানন্দের মূর্তি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল।
এদিন তাঁদের ‘জয় শ্রী রাম’ ধ্বনিতে স্বাগত জানানো হয়।
প্রধানমন্ত্রী বলেন, স্বামী বিবেকানন্দ অমর হয়ে রয়ে যাবেন। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এই মূর্তি ছাত্রছাত্রীদের উৎসাহ জোগাবে। আর সেটাই স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন।’ তিনি আরও বলেন, ‘এই মূর্তি আমাদের প্রত্যেককে দেশপ্রেম শেখায়, এটাই ছিল স্বামীজির জীবনের প্রধান লক্ষ্য।
শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল বলেন, ছাত্রছাত্রীরা যারা স্বামী বিবেকানন্দের আদর্শ মেনে চলার শপথ নিয়েছে তারা ভারতকে বিশ্বের দরবারে তুলে ধরবে। এই মূর্তি জেএনইউ-র ইতিহাসে এক নতুন যুগের সূচনা করবে বলে মন্তব্য করেন তিনি।