বুধবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী সম্পর্কে বলেন,চাকরির এত মিথ্যা প্রতিশ্রুতির জন্য এবার মোদি রাস্তায় বেরোলে যুবকেরা লাঠিপেটা করবে তাকে | দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে এই আপত্তিকর মন্তব্যের জন্য বুধবার থেকে দেশ জোড়া ঝড় উঠেছিল | নিন্দায় সরব হয়েছিলেন কেন্দ্রের শাসক দলের বহু নেতাই | সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে অনেকেই রাহুলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিলেন |
বৃহস্পতিবার লোকসভায় নাম না করে রাহুল প্রসঙ্গ উথ্থাপন করলেন মোদি | রাষ্ট্রপতির ভাষণের পাল্টা ধন্যবাদ জ্ঞাপন ভাষণ রাখতে গিয়ে প্রধানমন্ত্রীর দীর্ঘ ৪০মিনিটের বক্তৃতায় চুপ করে থাকলেও রাহুল প্রসঙ্গ আসতেই কিছু বলতে চান সংসদে উপস্থিত থাকা রাহুল | তখন হাস্যকৌতুকের স্বভাবসিদ্ধ ভঙ্গীতেই মোদি বলেন, “আমি দীর্ঘ ৩০-৪০মিনিট বক্তৃতা রাখছি| কিন্তু কিছু টিউবলাইট আছে যাতে তিরিশ-চল্লিশ মিনিট পরে কারেন্ট পৌঁছয় ও জ্বলে ওঠে |” প্রকারান্তরে এটি যে তিনি রাহুলকে নিশানা করে বলেছিলেন তা বলাই বাহুল্য |
কারণ প্রথম থেকে তার স্পিচের কোন বিরোধীতা না করে আচমকাই প্রধানমন্ত্রীর ভাষণ থামিয়ে কিছু বলার জন্য উদগ্রীব হয়ে পড়েন | শুধু রাহুলই নয় | তাকে সামনে রেখেই বিরোধীদের উদ্দেশ্য মোদি বলেন, “বিরোধীদের কোন নেতা কাল বলেছেন যে আমি রাস্তায় বেরোলে যুবকেরা লাঠি পেটা করবে| এবার ভাবছি সূর্যপ্রণামের সময় ও সংখ্যা বাড়িয়ে দেব |
বেশি বার যোগাভ্যাস করব | কারণ এগুলির মাধ্যমে আমার পিঠটা আরেকটু শক্ত করা সম্ভব হবে | লাঠি পড়লেও কিছু হবেনা কারণ আমার সহ্য ক্ষমতা বাড়িয়ে দেবে |” প্রসঙ্গত বিগত লোকসভা নির্বাচনের নানা সময়ে এমনভাবেই এরাজ্যের প্রধান প্রতিপক্ষে তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর বিরুদ্ধে মোদির বাচন ভঙ্গী সাংঘাতিক জনপ্রিয়তা লাভ করেছিল বঙ্গবাসীর কাছেই | আর সেই মোদি ম্যাজিকের ফসলই নাকি বিজেপি তুলেছিল লোকসভা নির্বাচনে |