মারাঠা, ওবিসি সংরক্ষণ ও ঘূর্ণিঝড় ত্রাণ-সহ নানা বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। মঙ্গলবার দুপুর বারোটার আগেই প্রধানমন্ত্রীর বাসভবন, ৭ লোক কল্যাণ মার্গে পৌঁছে যান উদ্ধব ঠাকরে। উদ্ধবের নেতৃত্বে মহারাষ্ট্র সরকারের প্রতিনিধি দলে ছিলেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ার ও মন্ত্রী অশোক চভন। মারাঠা, ওবিসি সংরক্ষণ ও ঘূর্ণিঝড় ত্রাণ-সহ ৮-১০টি বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন উদ্ধব ও অজিত।
দিল্লি রওনা হওয়ার প্রাক্কালে মঙ্গলবার সকালে মুম্বইয়ে, উদ্ধবের বাসভবন বর্ষা বাংলোতে গিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন এনসিপি প্রধান শরদ পওয়ার। পওয়ারের সঙ্গে বৈঠকের পর দিল্লির উদ্দেশে রওনা দেন উদ্ধব, সঙ্গে ছিলেন অজিত পওয়ার ও অশোক চভন। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছনোর পর, উদ্ধব ও অজিত সোজা চলে যান প্রধানমন্ত্রীর বাসভবন, ৭ লোক কল্যাণ মার্গে। কিছুক্ষণ পরই শুরু হয় বৈঠক। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে বলেছেন, “মঙ্গলবার মহারাষ্ট্র সরকারের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছে। মারাঠা সংরক্ষণ-সহ ৮-১০ ইস্যু নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। আমরা আশা করছি, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর টিকাকরণ প্রক্রিয়ায় গতি আসবে।”
2021-06-09