মায়াবতী পরিষ্কার বার্তা দিলেন যে এবারে সরাসরি সমর্থন করবেন বিজেপি এবং মোদী সরকারকে । একটিই দাবি রয়েছে তাঁর, মোদী সরকার জাতভিত্তিক সুমারিকে সমর্থন করুক । রাজনৈতিক মহলের কাছে এটি নতুন বার্তা নয়, বিগত বেশ কিছু নির্বাচনে বিশেষ করে উত্তরপ্রদেশ রাজ্যসভা নির্বাচনে পরোক্ষ ভাবে বিজেপিকে সহযোগিতা করেছিল মায়ার বিএসপি । এখানেই শেষ নয় বিহার নির্বাচনে যেখানেই সেখানকার সরকারের বিরুদ্ধে যেখানেই একের বিরুদ্ধে এক লড়াই হয়েছে সেখানেই মায়ার প্রার্থী দাঁড় করানো হয়েছে ভোট কাটার জন্য । এবারে পেগাসাস ইস্যুতে মায়ার দল কোনও ভাবেই বিরোধী জোটের সঙ্গে ছিল না ।
গুঞ্জনে মায়া ক্ষমতায় থাকার সময় তাঁর বিরুদ্ধে বিশাল সরকারি খরচের দায় এসেছিলো । উত্তরপ্রদেশে বিস্তর খরচ হয়েছিল নানান মূর্তি লাগানোর ক্ষেত্রে । এই দুর্নীতির বিরুদ্ধে শোনা যায় যে কেন্দ্রীয় প্রশাসনিক এজেন্সির তদন্ত ছিল এবং সেই কারণেই মায়াবতী বিজেপির সাথে একটা আপোষে আসছে । অবশ্য বর্তমানে উত্তরপ্রদেশের বিজেপির যোগী সরকার নিজেদের জনপ্রিয়তা হারিয়েছে সে কারণে নতুন বন্ধু মায়াবতীর জোটে যোগ দেওয়াকে ‘বিপদের বন্ধুত্ব’ হিসাবেই দেখছে রাজনৈতিক মহল । অবশ্য এটাও ঠিক যে মায়া/যোগী জোট হলে সমাজবাদী পার্টির পক্ষে সুবিধার কারণ সে ক্ষেত্রে ভোট কাটাকাটির সুযোগ নেই ।
2021-08-06