ছোট ছোট ছেলে মেয়ে। মাদ্রাসায় চিৎকার চেঁচামেচি করছিল। তাতেই রাগে তৃতীয় শ্রেণীর ছাত্রকে পিটিয়ে মারল মৌলবি। উত্তরাখণ্ডের রুরকির ঘটনা। খবর পেয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে।
নিহত ছাত্রের নাম মহম্মদ আলি (৯)। সে রুরকি-র ভগবানপুরের রহমানিয়া মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। জানা গেছে, ক্লাসরুমের ভিতর শিশুটি চিৎকার করছিল, জোরে জোরে কথা বলছিল। এমন আচরণ দেখেই রেগে যায় ওই অভিযুক্ত শিক্ষক জিশান গাদা (৪৫)। এরপরই রাগের মাথায় সে ওই ছাত্রের মাথা নিয়ে বেঞ্চির উপর এবং পরে ব্ল্যাকবোর্ডে জোরে জোরে ঠুকে দেন। মারধর করার ফলে শিশুটি গুরুতর আহত হয়।
তার নাক-কান দিয়ে রক্ত বের হতে শুরু করে। এরপরই স্কুল কর্তৃপক্ষ মহম্মদ আলির বাড়ির লোককে খবর দেন। তাঁরা হাসপাতালে এসে বাচ্চাটিকে প্রথমে সাহারানপুর এবং তারপর চিকিৎসার জন্য চণ্ডীগড় নিয়ে যায়। কিন্তু, শেষরক্ষা হয়নি। বুধবার রাতে হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় বাচ্চাটির।