এবারের বিধানসভা নির্বাচনে সবথেকে বেশি হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম আসনে। ২১-এর বিধানসভা নির্বাচনে এই আসনের দু’জন হেভিওয়েট প্রার্থী হলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই নন্দীগ্রাম আসন থেকে নিজের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এবার শুভেন্দুর পালা। নন্দীগ্রাম আসনের প্রার্থী হওয়া নিয়ে শুক্রবার মমতাকে খোঁচা দিয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। শুভেন্দুর কথায়, “প্রতি ৫ বছর অন্তর, ভোট আসলেই নন্দীগ্রামের মানুষের কথা মনে পড়ে মমতার। এবার নন্দীগ্রামের মানুষ তাঁকে হারাবেই।”
শুক্রবার সকালে নন্দীগ্রামের সোনাচূড়ার সিংহবাহিনী মন্দিরে পুজো দেন শুভেন্দু। সেখানে পুজো দেওয়ার পর জানকিনাথ মন্দিরেও পুজো দেন তিনি। করেন যজ্ঞও। কথা বলেন স্থানীয় মানুষজনের সঙ্গে। শুভেন্দু জানিয়েছেন, “এখানকার মানুষের সঙ্গে আমার বহু পুরানো সম্পর্ক। প্রতি ৫ বছর অন্তর, ভোট আসলেই নন্দীগ্রামের মানুষের কথা মনে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের। মানুষ এবার তাঁকে হারাবেই। আমি নন্দীগ্রামের একজন ভোটার।” উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ‘হামলা’র বিষয়টি ঘিরে তেতে রয়েছে গোটা নন্দীগ্রাম। এই আবহেই শুক্রবার মনোনয়ন জমা দিতে যাচ্ছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। দ্বিতীয় দফার নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন শুক্রবার।
2021-03-12