কলকাতা (Kolkata) , ১১ এপ্রিল (হি স)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandyopadhyay) পুলিশ মানুষকে ধমকাচ্ছে। শনিবার টুইট করে এই অভিযোগ করলেন বিজেপি-র তথ্যপ্রযুক্তি শাখার প্রধান অমিত মালব্য।
অমিতবাবু টুইটে লিখেছেন পর্ণশ্রী থানার পুলিশ ‘@আনটেমড ফায়ার’-কে ফেসবুক পোস্ট সরিয়ে নিতে বাধ্য করছে। এটা পশ্চিমবঙ্গ সরকারের খুব অনুচিত।
‘@আনটেমড ফায়ার’-এর নাম রাখী মিত্র। করোনা রোগীদের চিকিৎসার বিশেষ পোষাক (পিপিই) নিয়ে এক চিকিৎসকের বক্তব্য একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত হয়। সেটির কাটিং-সহ রাখি ফেসবুকে প্রশাসনের সমালোচনা করে লেখেন। এ কারণে পুলিশ রাখীদেবীকে ফোন করে অবিলম্বে সেই পোস্ট সরিয়ে নিতে বলেন। রাখীদেবী জবাবে বলেন, “আমি তো সংবাদপত্রের কাটিং ফেসবুকে দিয়েছি। পুলিশ জবাবে বলে, না আপনি ৮-১০ লাইন নিজের বক্তব্যও দিয়েছেন। এখনই না মুছলে আমরা ওই চিকিৎসক এবং আপনার বাড়িতে যাব।
অমিতবাবু তাঁর টুইটে রাখীদেবীর (Rakhidevi) সঙ্গে পুলিশের কথার অডিও ক্লিপিং এবং ফেসবুক পোস্ট যুক্ত করে দিয়েছেন।
টুইট
হিন্দুস্থান সমাচার (Hindustan samacar) / অশোক (Ashoka)