সংঘাতের মাঝেই সোমবার বিকেলে ফের মুখোমুখি হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। শনিবার রাতে নবান্ন সূত্রে জানা গিয়েছে সোমবার বিকেলে রাজভবন যাওয়ার কর্মসূচি স্থির করেছেন মমতা। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরুর দিনে কোনও বিতর্ক ছাড়াই নিজের বক্তৃতা করেছেন রাজ্যপাল। রাজ্য সরকারের বাজেট বক্তৃতায় কোনও বদল না এনে স্বস্তি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)।
কিন্তু তারপরেও রাজভবন-নবান্ন সংঘাত মেটেনি। রাজ্য শান্তিপূর্ণ পৌর নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন রাজ্যপাল। সম্প্রতি পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ডাকা হয়নি রাজ্যপাল জগদীপ ধনখড়কে। জানিয়ে বেজায় ক্ষুব্ধ রাজ্যপাল শোকজ করেছেন ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে। এমনই সংঘাতের আবহে কেন মুখ্যমন্ত্রীর রাজ্যপালের দ্বারস্থ হচ্ছেন, তা নিয়ে প্রশ্ন রাজনৈতিক মহলে।