দৈনিক করোনা সংক্রমণ প্রায় সাড়ে ৩ লক্ষের আশেপাশে। তা নিয়ে রীতিমতো অস্বস্তিতে কেন্দ্রীয় সরকার। হাতে কয়েক মাস সময় পাওয়ার পরেও, কেন দ্বিতীয় ঢেউ সামাল দেওয়া গেল না, তা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাদের। এমন পরিস্থিতিতেই রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে দেশবাসী উদ্দেশে বক্তৃতা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য সঙ্কট নিয়েই মূলত কথা বলছেন তিনি।
রবিবার ‘মন কি বাত’-এর ৭৬তম পর্ব। এর আগের পর্বে কর্মসংস্থান নিয়ে কথা বলেছিলেন মোদী। কৃষিক্ষেত্রের আধুনিকীকরণের উপর জোর দেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন।
• করোনা আমাদের সবার ধৈর্য ও সহনশীলতার পরীক্ষা নিচ্ছে: মোদী
• প্রথম ধাক্কা কাটিয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠেছিল দেশ: মোদী
• কিন্তু এই সময় দেশ বিধ্বস্ত। সব ক্ষেত্রের মানুষের সঙ্গে কথা হয়েছে। কৃষক, প্রতিষেধক উৎপাদনকারী সংস্থা, অক্সিজেন উৎপাদন সংস্থার আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে: মোদী