একনজরে পশ্চিম মেদিনীপুর জেলা পঞ্চায়েত ভোট ২০২৩-
মোট গ্রামপঞ্চায়েত আসন—৩৮৮১। ভোট হবে— ৩২৫৯ টি’তে। মোট পঞ্চায়েত সমিতির আসন—৬৩১। ভোট হবে — ৫৬৪ টি’তে। মোট জেলা পরিষদ আসন —৬০। ভোট হবে ৬০ টি’তে।
গ্রামপঞ্চায়েত আসনে মোট প্রার্থী— ৯৭৮৩ জন।
পঞ্চায়েত সমিতির আসনে মোট প্রার্থী—১৮৫০।
জেলা পরিষদ আসনে মোট প্রার্থী— ২৮০।
মোট বুথ– ৩৮৬৭। তার মধ্যে স্পর্শকাতর– ৩০৫ টি। মোট ভোটার– ৩৪৪৫৭৯৫ জন। পুরুষ-১৭৪৭৬৫৩, মহিলা-১৬৯৮১১৫, অন্যান্য-২৭।
নিরাপত্তা রক্ষী— প্রায় ৪০ কোম্পানী। সেইসঙ্গে জেলা পুলিশের প্রায় ১০ হাজার কর্মী।
বিশেষ জেলা পর্যবেক্ষক- আর অর্জুন। ফোন নম্বর- ৯০৭৩৯৩৮০৫৭। ব্লকভিত্তিক পর্যবেক্ষক
কেশপুর– অনিন্দ কুমার কর (৯৪৩৩১১৮০৮৭)।
দাসপুর এক ও দুই– উত্তম কুমার অধিকারী (৮৯৭২০৬৪৩৫৬)। ঘাটাল ও চন্দ্রকোনা এক– অভীক কুমার দাস( ৯৩৩৯০৫৫৮৬০)। গড়বেতা এক ও দুই– সুষ্মিতা দে (৭৪৭৮১৮০৬৪৪)। গড়বেতা তিন ও চন্দ্রকোনা দুই– বিশ্বজিৎ বারিক (৮৭৭৭৭৬৩৩৪০)। মেদিনীপুর সদর ও শালবনী– অঘোর কুমার রায় (৮২৫০১৭৩৮২৮)। খড়্গপুর এক ও কেশিয়াড়ি– মহম্মদ আসিফ ইকবাল (৮৫০৯১৭০৩৫৪)। খড়্গপুর দুই ও ডেবরা– দেবাশীষ চট্টোপাধ্যায় (৯০০২০৬৮৪৭৯)। মোহনপুর– কস্তুরী বিশ্বাস (৮৩৯১৯১৭৩৯৮)। দাঁতন এক– সন্দীপ নাগ (৮৫৯৭৫০৯৩৯৬)। দাঁতন দুই ও নারায়নগড়– রঞ্জন কুমার দাস( ৯৬৩৫৯০৬১৬৬)। সবং ও পিংলা– শোভন মল্লিক (৮২৫০৯২১৪৬৬)।