কেরলকে দুর্নীতির কেন্দ্রে পরিণত করেছে এলডিএএফ ও ইউডিএফ সরকার। কেরলে পরিবর্তনের সময় এসে গিয়েছে, এলডিএফ ও উইডিএফ কেরলের ভালো করতে পারবে না, এই কারণে ই শ্রীধরণের মতো বর্ষীয়ান আমলা বিজেপিতে যোগ দিয়েছেন। বুধবার কেরলের কাঞ্জিরাপল্লীর জনসভায় এই মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কাঞ্জিরাপল্লীর জনসভায় এলডিএফ ও ইউডিএফ সরকারকে তীব্র আক্রমণ করে অমিত শাহ বলেছেন, “কেরলকে দুর্নীতির কেন্দ্রে পরিণত করেছে এলডিএফ ও ইউডিএফ সরকার। যখন ইউডিএফ ক্ষমতায় এসেছিল, তখন সোলার লাইট দুর্নীতি হয়েছিল এবং এলডিএফ শাসনকালে, সোনা কেলেঙ্কারি। কেরলে এবার পরিবর্তনের সময় এসে গিয়েছে।”
পিনারাই বিজয়ন সরকারকে আক্রমণ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, “কেরলে দু’বার বন্যা হয়েছে, ৫০০-রও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। শুধুমাত্র নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য বামেদের সরকার আমাদের সেনাবাহিনীকে অনেক দেরিতে ডেকেছিল। কেরলের মানুষের জীবন নিয়ে তাঁরা কোনও চিন্তাই করে না।” এদিনের জনসভা থেকে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে সাতটি প্রশ্ন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, “বিজয়নজির জন্য আমার সাতটি প্রশ্ন রয়েছে- সোনা দুর্নীতির কাজে অভিযুক্ত কী আপনার অফিসে কাজ করেছে? আপনার সরকার কী অভিযুক্তকে মাসে ৩ লক্ষ টাকা করে দিয়েছে? এই সমস্ত অভিযুক্তদের সাহায্য করার জন্য আপনার প্রিন্সিপাল সেক্রেটারি কী ফোন করেছিলেন? প্রিন্সিপাল সেক্রেটারি এবং রাজ্যের তহবিলে কী অভিযুক্ত মহিলা বিদেশে গিয়েছিলেন? মুখ্যমন্ত্রীর বাসভবনে তিনি মাঝেমধ্যেই আসতেন? বিমানবন্দরে সোনা উদ্ধারের পর আপনি কী কাস্টমস অফিসের উপর চাপ সৃষ্টি করেছিলেন? ইডি অথবা কাস্টমস অফিসারদের উপর হামলার কী সঠিক তদন্ত হয়েছে? প্রসঙ্গত, কাঞ্জিরাপল্লীর জনসভায় যোগ দেওয়ার প্রাক্কালে এদিন থ্রিপ্পুনিথুরাতে রোড শো করেন অমিত শাহ।” অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, “আমার বিশ্বাস নির্বাচনে ভালো ফল করবে বিজেপি। কংগ্রেস পার্টি এবং তাঁদের নেতৃত্ব বিভ্রান্ত।”
2021-03-24