বিহারে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর জন্য সুখবর। ঝাড়খণ্ড হাইকোর্টে জামিন পেয়ে গেলেন আরজেডি প্রধান তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব। শুক্রবার পশুখাদ্য কেলেঙ্কারির চাইবাসা ট্রেজারি (কোষাগার) মামলায় লালুকে জামিন প্রদান করেছে ঝাড়খণ্ড হাইকোর্ট। তবে স্বস্তি এতটুকুই যে লালু ‘জামিন’ পেয়েছেন, কিন্তু এখনই জেল থেকে বেরোতে পারবেন না আরজেডি সুপ্রিমো। কারণ পশুখাদ্য কেলেঙ্কারির দুমকা ট্রেজারি মামলা এখনও বিচারাধীন।
শুক্রবার জামিন-আর্জিতে ঝাড়খণ্ড হাইকোর্টে লালুর আইনজীবী বলেন, চাইবাসা ট্রেজারি (কোষাগার) মামলায় অর্ধেক সাজা ইতিমধ্যেই খেটেছেন লালু। তাই তাঁকে জামিন দেওয়া হোক। আইনজীবীর বক্তব্য শোনার পর চাইবাসা ট্রেজারি (কোষাগার) মামলায় লালুকে জামিন প্রদান করেছে ঝাড়খণ্ড হাইকোর্ট। এদিন লালু প্রসাদকে ৫০ হাজার টাকার দু’টি ব্যক্তিগত বন্ড জমা দিতে বলে ঝাড়খণ্ড হাইকোর্ট, এছাড়াও জামিন সুরক্ষা জন্য পেনাল্টি হিসেবে ২ লক্ষ টাকা জমা দিতে বলা হয়। উল্লেখ্য, প্রায় ১ হাজার কোটি টাকার পশুখাদ্য কেলেঙ্কারির সঙ্গে জড়িত পৃথক মামলায় সাজাপ্রাপ্ত লালু প্রসাদ যাদব বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। রাঁচিতে অবস্থিত রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এর নির্দেশকের বাংলোয় সাজা কাটাচ্ছেন লালু।
2020-10-09