উত্তরাখণ্ডে দুর্ঘটনার মুখে পড়া শ্রমিকদের উদ্ধারের ব্যাপারে উদ্যোগী হওয়ায় পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সাধুবাদ জানালেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
শুভেন্দুবাবু এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “আমি উত্তরাখণ্ড সরকারি কর্তৃপক্ষের সাথে যমুনেত্রী জাতীয় সড়কের উত্তর কাশীতে একটি নির্মাণাধীন সুড়ঙ্গে ধসে আটকে পড়া পশ্চিমবঙ্গের ৩ জন সহ ৪০ জন শ্রমিকের উদ্ধার অভিযানের বিষয়ে কথা বলেছি। আমাকে জানানো হয়েছে যে সেনাবাহিনী এবং এনডিআরএফ নিরলসভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। আশা করা হচ্ছে যে আটকে পড়া শ্রমিকদের যে কোনও সময় শীঘ্রই সরিয়ে নেওয়া হবে। এরই মধ্যে তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছে। তাদের খাবার, জল ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হচ্ছে। উত্তরাখণ্ড সরকার দ্রুত উদ্ধার ও ত্রাণের জন্য সমস্ত ব্যবস্থা নিচ্ছে। পশ্চিমবঙ্গের জয়দেব প্রামাণিক, মনির তালুকদার ও সৌভিক পাখিরা-সহ আটক ৪০ জন শ্রমিকের নিরাপত্তা ও দ্রুত উদ্ধারের জন্য প্রার্থনা করছি।
তথাগতবাবু মঙ্গলবার শুভেন্দুবাবুর উদ্যোগের এই প্রমাণ যুক্ত করে এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “দলের দায়িত্বশীল নেতার কাছে এটাই প্রত্যাশা।”