KMC Elections 2021: কলকাতা পুরভোটের সব বুথ ও স্ট্রংরুমে থাকতে হবে CCTV, নির্দেশ হাইকোর্টের

কলকাতা পুরভোটের সব বুথে থাকতে হবে সিসিটিভি। স্ট্রং রুমেও সিসিটিভি ব্যবহার করতে হবে। রাজ্য নির্বাচন কমিশনকে এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তারইমধ্যে কলকাতার পুরভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি। দুপুর দুটোয় সেই মামলার শুনানি হবে।

আগামী ১৯ ডিসেম্বর (রবিবার) কলকাতায় পুরভোট হবে। সেজন্য প্রাথমিকভাবে ২৫ শতাংশ বুথে সিসিটিভি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছিল কমিশন। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়। মামলাকারী তথা বিজেপি নেতা দেবদত্ত মাজি দাবি করেন, বিধানসভা ভোটের পর হিংসার ঘটনা ঘটেছে। গতবারের পুরভোটেও গুলি চালানোর ঘটনা ঘটেছিল।

সেই মামলার শুনানিতে রাজ্য সরকারের তরফে দাবি করা হয়, অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য কমিশন যাবতীয় পদক্ষেপ গ্রহণ করেছে। বিভিন্ন রিপোর্টের ভিত্তিতে ২৫ শতাংশ স্পর্শকাতর বুথে সিসিটিভি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। যদিও বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, কলকাতা পুরভোটের সব বুথেই সিসিটিভি থাকতে হবে। অর্থাৎ ৪,৭৪২ টি মূল বুথ এবং ৩৮৫ টি অক্সিলিয়ারি বুথে সিসিটিভি ব্যবহার করতে হবে কমিশনকে। সেইসঙ্গে স্ট্রং রুমেও সিসিটিভি ব্যবহারের নির্দেশ দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।https://www.youtube.com/embed/JwgvBCsFvIA

সেই সিদ্ধান্ত নিয়ে কোনও আপত্তি জানায়নি রাজ্য সরকার। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানান, নির্বাচনের দায়িত্বে আছে কমিশন। সেই পরিস্থিতিতে কমিশন যদি ১০০ শতাংশ বুথেই সিসিটিভি ব্যবহার করতে চায়, তাতে কোনও আপত্তি নেই সরকারের। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.