অভিনেত্রী হিসেবে এতদিন পর্দায় তিনি অনেকেরই মন জিতেছেন। সেইসঙ্গে অসম্ভব জনপ্রিয়ও তিনি। অভিনেত্রী খুসবু সুন্দর (Khusbu Sunder) আজ যোগদান করতে চলেছেন বিজেপিতে (BJP)। প্রসঙ্গত, এই অভিনেত্রী তথা রাজনীতিবিদ কংগ্রেসের কাছে বড় ধাক্কা খাওয়ার কারণে প্রাথমিক সদস্যপদ ছেড়ে দিয়ে তিনি বিজেপিতে যোগদান করছেন আজ। যদিও পদত্যাগ করবার পূর্বে সভাপতি সোনিয়া গাঁধীকে তিনি একটি পদত্যাগ পত্র লিখে পাঠান। তিনি লিখেছেন পার্টির মধ্যে বসে থাকা উচ্চস্তরের কিছু মানুষ গ্রাউন্ড রিয়েলিটির জনসাধারণকে স্বীকৃতি দিতে চান না, এর ফলে আমার মতন যেসব লোক দলের হয়ে প্রকৃত অর্থেই কাজ করতে চায় তাদেরকে নানা চাপ এবং দমনের সম্মুখীন হতে হচ্ছে।
তামিলনাড়ুর বিজেপি সদস্য সূত্রে জানা যাচ্ছে ২০২১ সালের নির্বাচনে অভিনেত্রী তথা রাজনীতিবিদ খুশবু সুন্দরের বিজেপিতে যোগদান ভারতে বিজেপির ভাগ্য পরিবর্তনের প্রধান কারণ হতে পারে। প্রসঙ্গত তামিলনাড়ুতে যখন ডিএমকে পার্টি ক্ষমতায় ছিল ঠিক সেইসময় ২০১০ সালে ঠিক সেই সময় এই অভিনেত্রী ডিএমকে পার্টিতে যোগদান করেন। তামিলনাড়ু সরকারের অর্থ আনুকূল্যে একটি জীবনী বিষয়ক সিনেমাতে তিনি যুক্তিবাদী নেতা পেরিয়ার স্ত্রী মনিয়াম্মা-এর ভূমিকায় অভিনয় করেছিলেন। আর সেই সময় তিনি বলেছিলেন “আমি মনে করি আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি। আমি মানুষের সেবা করতে চাই। নারীদের উন্নতির জন্য কাজ করতে চাই”।
ঠিক ৪ বছর পরেই তিনি ডিএমকে পার্টির ছেড়ে দেন এবং একই বছরের ২০১৪ সালে সোনিয়া গাঁধীর পার্টিতে যোগদান ঠিক ৪ বছর পরেই তিনি ডিএমকে পার্টির ছেড়ে দেন এবং একই বছরের ২০১৪ সালে সোনিয়া গাঁধীর সঙ্গে দেখা করবার পর কংগ্রেসে যোগদান করেন। এসময় তিনি বলেন কংগ্রেসই একমাত্র দল যা দেশের জনগণের পক্ষে ভালো, দেশবাসীকে ঐক্যবদ্ধ রাখতে পারে”। কিন্তু এতকিছুর পরও ২০১৯ এর লোকসভা নির্বাচনে তাকে ভোটে দাঁড়াবার আর কোন টিকিট দেওয়া হয়নি পার্টির তরফ থেকে। শুধু তাই নয় সেই সময় ডিএমকে পার্টির সঙ্গে তামিলনাড়ুতে কংগ্রেস জোট বেঁধেছিল। যদিও এই অভিনেত্রীর জনপ্রিয়তা এতটাই ছিল যে ভক্তরা তার সম্মানে একটি মন্দির তৈরি করেন। তবে সতীত্ব সম্পর্কে মন্তব্য করে তিনি জনসাধারণের ক্ষোভের এবং প্রতিবাদের মুখে পরেছিলেন। ভারতে নির্বাচন আর খুব বেশি দেরি নেই আর এই মুহূর্তে যেহেতু তামিলনাড়ুতে বিজেপির কোন নেতা নেই সেই কারণেই অভিনেত্রীর এই যোগদানকে সুনজরেই দেখা হচ্ছে।