হায়দ্রাবাদের হোটেলে এক নাবালককে খুন করা হয়। তারপর থেকেই প্রতিবাদ রূপ নিয়েছে দাঙ্গার। দাউদাউ করে জ্বলছে পাকিস্তানের করাচি। এম-৯ মোটরওয়েতে বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল। চলছে গুলি। ২টি মোটরবাইকে আগুন ধরিয়ে দিয়েছে উত্তেজিত জনতা।
গুলজার-ই-হিজরি এলাকায় রয়েছে প্রতিবাদীরা। সেখান থেকেই গাড়িতে পাথর ছুড়ছে তারা। করাচির আল আসিফ স্কোয়ারের পুলিশ পোস্টেো ভাঙচুর করেছে তারা। রাস্তায় রীতিমতো তাণ্ডব চালাচ্ছে প্রতিবাদীরা।
প্রতিবাদীদের হুঁশিয়ারি দিয়ে সিন্ধের মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ বলেছেন, সরকার জানে কীভাবে শান্তি বজায় রাখতে হয়। তাঁর কথায়, ‘অপরাধীদের কোনও জাত, ধর্ম, ভাষা নেই। তারা খুনি, সন্ত্রাসী, মানবতার শত্রু। সরকার তাদের সঙ্গে সেরকমই আচরণ করবে।
ইতিমধ্যে বিক্ষোভকারীদের হটানোর কাজ শুরু করেছে পুলিশ। ছোঁড়া হচ্ছে কাঁদানে গ্যাস। বেশ কয়েক জন বিক্ষোভকারীকে গ্রেফতারও করা হয়েছে। পুলিশ জানিয়েছে, হায়দ্রাবাদ থেকে করাচিগামী সমস্ত যানবাহন ঘুরিয়ে দেওয়া হচ্ছে। অন্যান্য শহর থেকে করাচিতে আসা যাত্রীদের নামিয়ে দেওয়া হচ্ছে আগেই।