বাজি ফাটানো নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কমিউনিস্ট নেত্রী সুভাষিনী আলি। তাঁর দাবি, ‘মুঘলরাই ভারতে বাজি ফাটানোর প্রচলন করেছিল। হিন্দুরা এখন সেটাকেই নিজেদের ধর্মীয় উৎসব বলে সাফাই দিচ্ছে’। বাম নেত্রীর এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
একটি টুইটে সুভাষিনী আলি লিখেছেন, ‘মুঘলরা এই বাজির প্রচলন করেছিল ভারতে। আর এখন হিন্দুরা সাবেক শাসকদের প্রথাকেই তাদের ধর্মীয় অধিকার বলে সাফাই দিচ্ছে। বাজি ফাটানোর এই উৎসাহ দেখে তারা খুব গর্বিত। এমনকী বাজি ফাটানোর ধর্মীয় ঐতিহ্যকে রক্ষা করার জন্য অনেকে আবার জীবন উৎসর্গ করতেও রাজি’।
বাম শিবিরের দাবি, চিন থেকে মুঘলরা বাজির ব্যাপারে জানতে পারে। ত্রয়োদশ শতকের মাঝামাঝি মুঘলরা যখন ভারতে প্রবেশ করছে তখন এই বাজির ব্যাপারটিও তারা ভারতে প্রচলন করে। সুলতান নাসিরুদ্দিন মহম্মদের আমলে প্রায় ৩ হাজার গরুর গাড়়ি ভর্তি বাজি ফাটানো হয়েছিল বলেও দাবি করছে বাম নেতা-নেত্রীরা।