মুসলিম মহিলাদের নির্বাচনে প্রার্থী করা যাবে না। এতে ইসলাম দুর্বল হচ্ছে। এমন দাবি করলেন আমেদাবাদের জামে মসজিদের শাহি ইমাম সাব্বির আহমেদ সিদ্দিকি। মুসলিম মহিলাদের নির্বাচন টিকিট দেওয়া ইসলাম বিরোধী বলে মনে করছেন তিনি। মুসলিম ধর্মগুরুর এহেন মন্তব্যকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।
তবে এখানেই থেমে থাকেননি ইমাম সাব্বির। মুসলিম মহিলারা যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, বিধায়ক বা মন্ত্রী হন, তবে হিজাব রক্ষা করা যাবে না বলেও জানান আহমেদাবাদের জামে মসজিদের শাহি ইমাম। তাঁর মতে, ‘মহিলাদের নির্বাচনের টিকিট দেওয়া হলে, ঘরে ঘরে প্রচারে যেতে হয়। এতে সব ধর্মের পুরুষের সঙ্গে কথা বলতে হয়। এটা ইসলাম বিরোধী’।
তিনি আরও বলেন, ইসলামে নারীদের নমাজ পড়া নীতিবিরুদ্ধ। এখানে নমাজকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। যদি মহিলাদের নমাজ পড়ার স্বাধীনতা থাকত, তাহলে মসজিদে প্রবেশে বাধা দেওয়া হতো না। যে দলই মুসলিম নারীদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য টিকিট দেয়, তারা ইসলাম বিরোধী কাজ করছে অভিযোগ করেন আহমেদাবাদের জামে মসজিদের শাহি ইমাম।
এদিকে, মহিলাদের নিয়ে মুসলিম ধর্মগুরুর এই মন্তব্যে সোশাল মিডিয়ায় পোস্ট করার পরেই শুরু হয়েছে জোর তরজা। মন্তব্যের কড়া সমালোচনা করেছেন নেটিজেনদের একাংশ। কেউ কেউ একে পুরুষ-মহিলার মধ্যে মেরুকরণের চেষ্টা বলে অভিযোগ করেন।