রাজনীতিতে পা রাখছেন সৌরভ? দিল্লিতে শাহের সঙ্গে সাক্ষাৎ ঘিরে জল্পনা

সৌরভকে নিয়ে জল্পনার শেষ নেই। আগামিদিনে কি বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী? এই জল্পনা দীর্ঘদিনের। এই জল্পনার মধ্যেই রবিবার আচমকাই রাজভবনে যান সৌরভ গঙ্গোপাধ্যায়। দেখা করেন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে।

আর সেই সাক্ষাৎের ২৪ ঘন্টা কাটতে না কাটতেই সোমবার সকালেই দিল্লি উড়ে যান সৌরভ। তাঁর সঙ্গে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাক্ষাৎ হয়েছে বলে খবর। আর তা নিয়ে নতুন করে শুরু হয়েছে জোরদার জল্পনা। তাহলে কি আগামিদিনে বিজেপির পথেই বাংলার দাদা!

যদিও এই বিষয়ে আগেও একাধিকবার জল্পনা তৈরি হয়। কিন্তু যতবারই এই বিষয়ে সৌরভকে প্রশ্ন করা হয় ততবারই বিষয়টি এড়িয়ে যান। শুধু তাই নয়, সাফ জানিয়ে দেন যে, সবটাই জল্পনা।

তবে আজ সোমবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রয়াত জেটলির মূর্তি উন্মোচন উপলক্ষ্যে হাজির হন বিসিসিআই সভাপতি সৌরভ। ছিলেন বিজেপি সাংসদ ও জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর।

এছাড়া ছিলেন শিখর ধবন, সুরেশ রায়নারা। মূর্তির উন্মোচন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনুষ্ঠানের মঞ্চেই সৌরভের সঙ্গে কথা বলতে দেখা যায় শাহকে। তবে বলতে উঠে অমিত শাহ বলেন, আমি এই অনুষ্ঠানে আসব কি না ভাবছিলাম। কিন্তু যখন দেখলাম সৌরভ এসেছেন, গম্ভীর এসেছেন তখন আসার লোভ সংবরণ করতে পারলাম না।

উল্লেখ্য, রাজ্যপালের সঙ্গে বৈঠক নিয়ে কোনও জল্পনার প্রয়োজন নেই। এটা নেহাতই সৌজন্য সাক্ষাৎ ছিল। জগদীপ ধনকড়ের সঙ্গে দু’ঘণ্টার বৈঠকের পর রবিবার এমনটাই জানান বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। রবিবার বিকেলে রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।

রাজভবন থেকে বেরনোর সময় সংবাদমাধ্যমে সৌরভ বলেন, ‘‘গত জুলাই নাগাদ বাংলায় এলেও, এখনও পর্যন্ত ইডেন গার্ডেন্স দেখেননি রাজ্যপাল। আমাকে সে কথা বলেছিলেন। তাই গিয়েছিলাম। এখন তো প্র্যাকটিস চলছে। আগামী সপ্তাহে ওঁকে ইডেন গার্ডেন্স দেখাব। এ নিয়ে কোনও জল্পনা তৈরি করবেন না।’’

সৌরভ বেরিয়ে যাওয়ার পর এ নিয়ে টুইট করেন ধনকড়ও। তিনি লেখেন, ‘আজ বিকেল সাড়ে ৪টে নাগাদ রাজভবনে দাদার সঙ্গে নানা বিষয়ে কথা হল। ১৮৬৪ সালে তৈরি দেশের প্রাচীনতম ক্রিকেট মাঠ ইডেন গার্ডেন্সে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন উনি। আমি তা গ্রহণ করেছি’।

উল্লেখ্য, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা নতুন নয়। এমনকী এমনও শোনা গিয়েছিল, বিজেপির এ রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ হবেন সৌরভই। যদিও সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.