কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে আলোচনার প্রস্তাব কৃষকেরা সরাসরি নাকচ করার পরে রাতেই বৈঠকে বসলেন বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং। বিজেপি চিফ জেপি নাড্ডার বাড়িতে চলে এই আলোচনা।
উল্লেখ্য এর আগে শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে ছিলেন আলোচনার মাধ্যমেই কৃষকদের সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। বুরারি গ্রাউন্ডে আলোচনার জন্য বসতে বলা হয়েছিল কৃষকদের। তাও নাকচ করা হয়েছে। কোনও রকম আলোচনায় বসতে রাজি নন তাঁরা। ভারতীয় কিষাণ ইউনিয়নের মুখপাত্র রাকেশ টিকাইত জানান, রামলীলা ময়দানেই বিক্ষোভ দেখাবেন তাঁরা। কেন্দ্রের নির্ধারিত কোনও এলাকাতে তাঁরা যাবেন না। কেন্দ্রের তরফ থেকে যে সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে, তাও নাকচ করে দিয়েছেন প্রত্যেক বিক্ষোভকারী।
বিরোধী কংগ্রেস, সিপিআইএম, সিপিআই সহ বিভিন্ন বাম দল ও একাধিক বিরোধী দল কৃষক আন্দোলনকে সমর্থন করেছে। এই আন্দোলনে সামিল এনডিএ জোট ত্যাগ করা শিরোমনি আকালি দল। তারাও সরকারের কৃষি নীতির প্রবল বিরোধিতা করে জোট ছাড়ে। ফলে চাপ বাড়ছে কেন্দ্রের বিজেপি সরকারের।
নতুন কৃষি নীতি প্রত্যাহারের দাবিতে এই কৃষক আন্দোলনে নড়ে উঠেছে সারা দেশ। কৃষকেরা ৬ মাসের রেশন নিয়ে জমায়েত হওয়ার প্রস্তুতি নিয়ে নিয়েছেন। দেশের বিভিন্ন অংশ থেকে বহু মানুষ কৃষকদের উদ্দেশ্যে কম্বল ও শীতবস্ত্রও পাঠিয়েছে, তাঁদের লড়াইয়ে অংশীদার হতে চেয়ে। সব মিলিয়ে কৃষক আন্দোলন বেশ নড়ে উঠেছে দেশ।