কয়েকদিন ধরেই Facebook এ দেখছি কিছু বামপন্থীরা মোদী সব বিক্রি করে দিচ্ছে বেচে দিচ্ছে বলে চেল্লাচ্ছে🙄 আসুন তবে বামপন্থী আমলে শিল্প এবং কর্ম সংস্থান সম্পর্কে একটু মনে করিয়ে দিই।😁
৩৪ বছরের শাসনে #বামফ্রন্ট সরকারের বেচে দেওয়া শিল্প। #Union_বাজি করে বন্ধ করে দেওয়া কারখানার লিস্টঃ 👇👇👇👇👇
ন্যাশনাল ট্যানারি ,
ইস্টার্ন পেপার মিল ,
ডানবার কটন মিল,
সুলেখা,
উষা,
বাসন্তী কটন মিল,
বঙ্গোদয় কটন মিল,
বেণী লিমিটেড,
জয় ইঞ্জিনিয়ারিং,
প্রবর্তক জুট মিল,
অ্যালুমিনিয়াম ম্যানুফ্যাকচারিং কোম্পানি,
জেসপ,
ডানলপ, শ ওয়ালেস,
সিদ্ধার্থ অপারেল,
ডাকব্যাক,
টায়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া ,
ভারত ব্রেকস এন্ড ভাল্ভস ,
স্মিথ স্টানিটিউট,
ইলেক্ট্ৰিলা ম্যানুফ্যাকচারিং,
মেটাল বক্স,
বেঙ্গল বক্স,
মোহিনী মিল ,
সোদপুর কটন মিল,
অ্যাপোলো জিপার,
আমকো,
ইস্ট আংলিয়া প্লাস্টিক,
রুবি পেইন্টস,
এ আর পি রাবারস,
নিউল্যাক রাবার,
বিসনেস ফার্মস,
অসীলা ফার্মা,
ই এম সি,
পল লেহম্যান,
স্ট্যান্ডার্ড ফার্মা,
সিদ্বেশ্বরী হোসিয়ারি,
বি এম টি মিলস,
চোপড়া মোটোর্স্,
চালিহা রোলিং মিলস,
অন্নপূর্ণা গ্লাস,
কৃষ্ণা গ্লাস ,
ইন্ডিয়ান মেশিনারী,
কেশোরাম কটন,
আমেরিকান রেফ্রিজারেটর,
বেঙ্গল ইঙ্গাট,
এঙ্গেল ইন্ডিয়া ,
ফেরিনি স্টিল এন্ড এলিয়েড,
ইউনিভার্সাল অটোক্র্যাফ্ট ,
এ পি জে ইন্ডিয়া,
কোলে বিসকুট,
মণ্ডল রাবার,
ক্যালকাটা জুট মিল,
টাটা অয়েল মিল ,
সন্তোষ বিসকুট,
স্মল টুলস ম্যানুফ্যাকচারিং,
কেদার রাবারস,
গোবিন্দ সিট্ মেটালস
– সমেত ৫৮,০০০ ছোট বড় ইউনিট বন্ধ হয়ে গেলো কেন বামফ্রন্টের সময়ে ? কে ছিল তখন? কারা একটা শিল্পোন্নত রাজ্যকে পুরো ভিখারি বানিয়ে দিয়েছে ????
এছাড়াও পশ্চিমবঙ্গের 42টি পাটকল যা স্বাধীনতার পরেও ভালো মতো চলছিল তা বামফ্রন্ট সরকারের আমলে মুখ থুবড়ে পড়ে । কারণ বামপন্থীরা Modernization এর বিরোধী ছিলো । এবং তারা Modernization এর বিরুদ্ধে প্রায় 86দিন ধর্মঘট করে । যার ফলে আজ বাঙলার পাটকল গুলির বেশিরভাগ বন্ধ বা অচলাবস্থায় রয়েছে ।
এদের মুখে শিল্প-কারখানার কথা মানায়…!!!
মৃন্ময় দাস