ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ মৌলিক নীতিই হল, অংশীদারদের (পার্টনার) সম্মান করা। বৃহস্পতিবার মরিশাসের প্রধানমন্ত্রী-সহ সেই দেশের বিশিষ্টজনদের সঙ্গে ভার্চুয়াল অনুষ্ঠানে এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সিং মারফত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ যুগনাউথ মরিশাসের নতুন সুপ্রিম কোর্ট ভবনের উদ্বোধন করেছেন। প্রথমেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ যুগনাউথ বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমি, তিনি ফের বুঝিয়ে দিলেন মরিশাস তাঁর হৃদয়েই রয়েছে।’
ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, কোভিড-১৯ বৈশ্বিক মহামারি রুখতে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য আমি সর্বপ্রথম, মরিশাস সরকার এবং জনগণকে ধন্যবাদ জানাতে চাই।….ভারত ও মরিশাস উভয় দেশই গণতান্ত্রিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে স্বাধীন বিচার ব্যবস্থাকে সম্মান করে। চিত্তাকর্ষক এই নতুন বিল্ডিং, আধুনিক নকশা এবং নির্মাণ সত্যিই খ্যাতির। প্রধানমন্ত্রী এদিন আরও বলেন, ভারতের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ মৌলিক নীতি হল, অংশীদারদের সম্মান করা। এটাই আমাদের একমাত্র প্রেরণা। আর তাই আমাদের ডেভেলপমেন্ট কোপারেশনে কোনও শর্ত নেই।