লাদাখে চিনকে সমঝে দিতে বড় পদক্ষেপ ভারতের। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে মাত্র ৫০ কিমি দূরে পূর্ব লাদাখের নয়োমা নতুন বিমানঘাঁটি বানাচ্ছে বায়ুসেনা। বর্তমানে বায়ুসেনা লেহ এবং পারতাপুর থেকে যুদ্ধবিমান পরিচালনা করে। নয়োমা বিমানঘাঁটি তৈরি হয়ে গেলে স্ট্র্যাটেজিকালি ভালো অবস্থানে থাকবে ভারতীয় সেনা।
ভারতীয় সেনা কর্মকর্তারা জানিয়েছেন, ফাইটার জেট পরিচালনার জন্য নয়োমা অ্যাডভান্সড ল্যান্ডিং গ্রাউন্ডের আপগ্রেডেশনের জন্য নির্মাণ কাজ শুরু হতে চলেছে। চীনের সঙ্গে ফেস অফের সময় নয়োমা এয়ারফিল্ডটি সেনা এবং সামগ্রী পরিবহনের জন্য ব্যবহার করা হয়েছিল। চিনুক হেভি-লিফট হেলিকপ্টার এবং সি-১৩০জে স্পেশাল অপারেশন এয়ারক্রাফটও এই এয়ারফিল্ডেই নামানো হয়।
এই এলাকা থেকে ফাইটার জেট চালাতে পারলে ভারতীয় সেনা আরও শক্তিশালী হবে সন্দেহ নেই। সেনা আধিকারিকরা জানিয়েছেন, বেশিরভাগ প্রয়োজনীয় ছাড়পত্র এবং অনুমোদন ইতিমধ্যেই এসে গেছে। পরিকল্পনা অনুযায়ী, নতুন এয়ারফিল্ড এবং সামরিক পরিকাঠামো নির্মাণ করা হবে।
ভারত পূর্ব লাদাখে দৌলত বেগ ওল্ডি (ডিবিও), ফুকচে এবং নয়োমা সহ বেশ কয়েকটি এয়ারফিল্ডের উন্নয়নের কথা ভেবে রেখেছে ভারতীয় সেনা। এই অঞ্চলগুলি চীনের সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বে। এমআই-১৭ হেলিকপ্টার, অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার, চিনুক হেভি-লিফ্ট হেলিকপ্টার ইতিমধ্যেই নয়োমা অ্যাডভান্সড ল্যান্ডিং গ্রাউন্ডে অবতরণ করেছে। গরুড় স্পেশাল ফোর্সের অপারেশনও এখানে পরিচালিত হয়েছে।