গুজরাটের নর্মদা জেলার কেভাড়িয়ায় ‘আরোগ্য বন’ পার্কের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ‘আরোগ্য বন’ পার্ক উদ্বোধন করার পর ওই পার্ক ঘুরেও দেখেন মোদী। এই পার্কে শতাধিক ঔষধি গাছ রয়েছে এবং সেই সমস্ত গাছের ব্যবহার ও গুরুত্ব সম্পর্কে তথ্যও প্রদান করা হয়েছে। ‘আরোগ্য বন’ সফর শেষে ‘আরোগ্য বন’-এর মধ্যে থাকা ‘আরোগ্য কুটির’ দর্শন করেন প্রধানমন্ত্রী। সর্বদা প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি ও রাজ্যপাল আচার্য্য দেবব্রত।
এদিন কেভাড়িয়ায় ‘একতা মল’ এবং চিলড্রেন নিউট্রিশন পার্কের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। চিলড্রেন নিউট্রিশন পার্কে ‘নিউট্রি ট্রেন’ সফর করেছেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, দু’দিনের সফরে শুক্রবার সকালেই আহমেদাবাদে গিয়ে পৌঁছন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি যান গান্ধীনগরে, শ্রদ্ধা জানান প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী কেশুভাই প্যাটেলকে। তারপর যান কেভাড়িয়ায়।