জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান থাকাকালীন আর্থিক তছরুপের দায়ে অভিযুক্ত জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স প্রেসিডেন্ট ফারুক আবদুল্লা। সেই মামলায় সোমবার ফারুক আবদুল্লাকে জেরা করলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র আধিকারিকরা। ইডি-র সমন পাওয়ার পর সোমবার শ্রীনগরের অফিসে যান ফারুক আবদুল্লা। সেখানেই জেরা করা হয় জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। ইডি জানিয়েছে, ২০০৫-২০০৬ থেকে ২০১১-২০১২ অর্থবর্ষে বিসিসিআই-এর কাছ থেকে ৯৪.০৬ কোটি টাকা নিয়েছিল জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশন।
গুজব ছড়িয়েছে, ফারুক আবদুল্লার বাসভবনে তল্লাশি চালিয়েছে ইডি। এই গুজব উড়িয়ে দিয়ে ফারুক আবদুল্লার ছেলে তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা জানিয়েছেন, ‘ইডি-র সমনের জবাব দেবে ন্যাশনাল কনফারেন্স, ফারুক আবদুল্লার বাসভবনে কোনও অভিযান চলেনি।’ গোটা ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা আখ্যা দিয়েছেন ফারুক পুত্র ওমর।