দ্বিতীয়বার মসনদে বসার পর থেকে নিজেদেরকে নয়া তালিবান বলে দাবি করেছিল তালিবান সরকার। কিন্তু, সম্প্রতি প্রকাশ্যে আসা ঘটনার ভিত্তিতে এটা আবারও স্পষ্ট, তালিবান আছে তালিবানেই। তালিবানের সরকারের তরফে প্রকাশ্যে আসা খবর অনুযায়ী, খুনের অপরাধে এক আফগানিস্তানি নাগরিককে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়ার খবরটি প্রকাশ্যে আনেন তালিবানের মুখপাত্র জ়াবিউল্লাহ মুজাহিদ। তাঁর মন্তব্যের ভিত্তিতে জানা গেছে যে, উক্ত ব্যক্তি পশ্চিম আফগানিস্তানের ফারাহ প্রদেশের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল যে, তিনি ২০১৭ সালে এক ব্যক্তিকে খুন করেছেন। সেই মামলা তিনটি আদালতে বিচার করার পরে সুপ্রিম ধর্মীয় নেতার নির্দেশ অনুসারে তাঁকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়।
২০২১ সালের ১৫ই আগস্ট তারিখে তালিবান দ্বিতীয়বার আফগানিস্তানের মসনদে বসে। দ্বিতীয়বার ক্ষমতা হাতে নেওয়ার পরে তালিবানের তরফে দাবি করা হয়েছিল যে, তাঁরা আগের মতো শাসন পদ্ধতি সাধারণ মানুষের ওপর আরোপ করবেন না। কিন্তু, এরপরেও সাম্প্রতিক ঘটনা তাঁদের নিজেদের সিদ্ধান্তেই প্রশ্ন তুলে দিল।