মধ্যপ্রদেশে উপ-নির্বাচনের ফলাফলে দারুণ ফলাফল করল ভারতীয় জনতা পার্টি। মধ্যপ্রদেশের ২৮টি আসনের উপ-নির্বাচনে ১৯টি আসনে জয়লাভ করেছে বিজেপি এবং কংগ্রেস জয়ী হয়েছে ৯টি আসনে। জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, বিজেপি ৪৯.৫ শতাংশ ভোট শেয়ার সুরক্ষিত করেছে এবং কংগ্রেস ৪০.৫ শতাংশ। গত ৩ নভেম্বর মধ্যপ্রদেশের ২৮টি আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ হয়েছিল। ২৮টি বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে কার্যত ছিল পূর্ণাঙ্গ ভোটের মেজাজ। ভোটের ফলে সামান্য হেরফেরেই পাল্টে যেতে পারত যে কোনও পক্ষের ভাগ্য। কিন্তু, ভোটের ফলাফলে সসম্মানে উতরে গেলেন শিবরাজ সিং চৌহান। বিপদ কেটে গিয়েছে মধ্যপ্রদেশের বিজেপি সরকারের।
ভোটগণনা শুরু হয়েছিল মঙ্গলবার সকাল আটটা থেকে, ভোটগণনা শেষ হয় বুধবার ভোররাত তিনটে নাগাদ। গণনা শেষ নির্বাচন কমিশন ঘোষণা করেছে, মধ্যপ্রদেশের ২৮টি আসনের উপ-নির্বাচনে ১৯টি আসনে জয়লাভ করেছে বিজেপি এবং কংগ্রেস জয়ী হয়েছে ৯টি আসনে। ডাবরা বিধানসভা আসনের উপ-নির্বাচনে কংগ্রেস প্রার্থী সুরেশ রাজের কাছে পরাজিত হয়েছেন বিজেপি প্রার্থী এবং মন্ত্রী ইমারতি দেবী। উপ-নির্বাচনে এই জয়কে ‘জনগণের জয়’ আখ্যা দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
গত মার্চে মুখ্যমন্ত্রী কমল নাথের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে কংগ্রেস ছেড়ে তাঁর অনুগামী বিধায়কদের নিয়ে বিজেপিতে যোগ দেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তার জেরে মধ্যপ্রদেশে কমল নাথের ১৫ মাসের সরকারের পতন হয়। ২৫ জন বিধায়কের ইস্তফা এবং তিনজন বিধায়কের মৃত্যুর কারণে ২৮টি আসনে উপনির্বাচন আসন্ন হয়ে পড়ে।
2020-11-11