করনদিঘির বিধায়ক গৌতম পালের পর এবার বেফাঁস মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানীর ভাই তথা গোয়ালপোখরের তৃণমূলের ব্লক সভাপতি গোলাম রসুল। সোমবার উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ব্লকের পামলহাটে এক নির্বাচনী জনসভায় গোলাম রসুল বলেন, পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস না জিতলে লক্ষ্মীর ভাণ্ডার সহ সব সরকারি প্রকল্প চালু থাকবে না। তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা পরিষদ আট নম্বর আসনে প্রার্থী গোলাম রসুল।
সরকারি প্রকল্প বন্ধ করে দেওয়া ছাড়াও তিনি জানান, বেশ কিছু সিভিক ভলান্টিয়ার অন্য দল করছেন। যারা বিরোধী দলের সঙ্গে যোগাযোগ রাখছেন, পঞ্চায়েত নির্বাচনের পর তাদের চাকরি থাকবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা পরিষদ আট নম্বর আসনে প্রার্থী গোলাম রসুল এই হুঁশিয়ারি দিলেও রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানীর তার ভাইয়ের রাখা এই বক্তব্যকে কিছুটা রাশ টানার চেষ্টা করেন। মন্ত্রী গোলাম রব্বানী জানান, সিভিক ভলান্টিয়াররা সেমি গভ: এমপ্লয়ি। তারা দল করবে না। তারা নিরপেক্ষ হয়ে কাজ করবেন। গোলাম রসুল ব্লক সভাপতি। তিনি রাজনৈতিক কথা বলেছেন বলে দাবি করেছেন গোলাম রব্বানী।