“দেশের সংখ্যাগুরু হিন্দুরা যদি সচেতন না হন,তবে মুঘল রাজ খুব দূরে নেই “| বৃহস্পতিবার সংসদে দাঁড়িয়ে কর্ণাটকের বেঙ্গালুরুর তরুণ সাংসদ তেজস্বী সূর্যের দাবি নিয়ে সরব সোশ্যাল মিডিয়া থেকে দেশের রাজনীতি | সংসদে রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ জ্ঞাপনের প্রতি ভাষণে বেঙ্গালুরু দক্ষিণের এই সাংসদ সিএএ-র প্রসঙ্গে তুলে একথা বলেন |
এর আগে অবশ্য একধিকবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শাহীন বাগের প্রতিবাদকে নিরপেক্ষ সংবিধানের উপর ইসলামের আগ্রাসন বলে আখ্যায়িত করেছেন তিনি | পাশাপাশি কোন নির্দিষ্ট নাম না করে বিঁধেছেন বিরোধীদের | বলেছেন বিরোধীদের ফাঁকা আওয়াজ ও দেশের মানুষকে ভুল বোঝানোর জন্যই সিএএ আন্দোলন এই রূপ আকার নিয়েছে |
তাই সংখ্যাগুরু হিন্দুদের কড়া নজর রাখা উচিত এই সকল প্রতিরোধের দিকে | বিরোধী সমালচোনার পাশাপাশি তরুণ এই বিজেপি সাংসদের গলায় মোদি-শাহের ভূয়সী প্রশংসা শোনা যায় |তার মতে , সাহসী পদক্ষেপ করে দেশকে এগিযে নিয়ে যাচ্ছেন তাঁরা |
ট্রিপল তালাক বিল, জম্মু-কাশ্মীরের স্বায়ত্ব শাসন লোপের মত একাধিক দৃপ্ত পদক্ষেপের জন্য দেশবাসীর উচিত এই জুটিকে সমর্থন করা ধর্ম নির্বিশেষে | ঝকঝকে চেহারার এই তরুণ সাংসদের বক্তব্য রাখার দুঘন্টার মধ্যে সোশ্যাল মিডিয়ায় তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে রড়েন নেটিজেনরা |
কেউ কেউ রাহুল গান্ধীর সঙ্গে তুলনা করে মেম করে ফেলেন | কেউ আবার এই বিজেপির তরুণ এই তুর্কির উপরে অরুণ জেটলির মত সুবক্তার ছায়া দেখতে পাচ্ছেন | কেউ তো আবার বলছেন শুধু হিন্দিটা শিখলেই নাকি আগামী দশ বছরের মধ্যে বিজেপি প্রধানমন্ত্রী পদপ্রার্থী পেয়ে যাবেন কর্ণাটক থেকে |